shono
Advertisement

Breaking News

‘গো-মাংস খেলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত!’

হিন্দু নেত্রীর মন্তব্যে বিতর্ক। The post ‘গো-মাংস খেলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত!’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Jun 15, 2017Updated: 01:56 PM Jun 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল মাত্র প্রতিবাদ করার তাগিদে যাঁরা প্রকাশ্যে গো-মাংস খাচ্ছেন, তাঁদের প্রকাশ্যেই ফাঁসি দেওয়া উচিত৷ তাহলেই তাঁরা বুঝবেন গো-মাতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব৷ এমনই মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সন্ন্যাসিনী সরস্বতী৷ গোয়ার রাজধানী পানাজিতে দাঁড়িয়েই শখের গো-মাংস ভক্ষণকারীদের এই শাস্তির আরজি জানালেন তিনি৷

Advertisement

[নিয়ন্ত্রণরেখার কাছে দুই পাক সেনাকে খতম করলেন ভারতীয় জওয়ানরা]

সম্প্রতি অখিল ভারতীয় হিন্দু অধিবেশনের এক জমায়েত ছিল গোয়ায়৷ সেখানে দাঁড়িয়েই তরুণ বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান, যাঁরা কেবলমাত্র প্রতিবাদ দেখানোর জন্য মানুষকে দেখিয়ে গো-মাংস খাচ্ছেন তাঁদের প্রকাশ্যে দাঁড় করিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক৷ এভাবেই নাকি গো-মাতা রক্ষার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে মানুষ৷

ভিএইচপি নেত্রীর মতে, সংবিধান নয়, সাধু-সন্তদের পরামর্শেই দেশ চালানো উচিত৷ খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের হয় নিজ নিজ বাড়ি ফিরে যাওয়া উচিত, নয়তো সেভাবে এ দেশে থাকতে হবে যেভাবে অন্যান্য দেশে হিন্দুরা থাকেন৷ হিন্দুদের অস্ত্র ব্যবহারের অনুমতিও থাকা প্রয়োজন বলে মনে করেন সন্ন্যাসিনী৷ যে সমস্ত হিন্দুরা প্রায়ই অত্যাচারিত হন, তাঁরা নিজেদের ধর্মের রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতেই পারেন বলে মনে করেন তিনি৷

[মুণ্ডচ্ছেদ বিতর্কে রামদেবের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা]

নিজের এই ধরনের কট্টরপন্থী মন্তব্যের জন্য এর আগেও সমালোচিত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেত্রী৷ বেশ কয়েকবার দলের পক্ষ থেকে শাস্তির হুমকিও পেয়েছেন তিনি৷ কিন্তু, বরাবরই নিজের মনোভাবে অনড় থেকেছেন নেত্রী৷ যার প্রতিফলন সম্প্রতি মিলল গোয়ার মতো রাজ্যে৷ বিজেপি শাসিত যে রাজ্যে গো-মাংস ভক্ষণ এখনও পর্যন্ত বৈধ৷

[অ্যাম্বুল্যান্স নেই, সাইকেল চালিয়ে সাত মাসের ভাগ্নীর মৃতদেহ বইলেন যুবক]

The post ‘গো-মাংস খেলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত!’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement