shono
Advertisement

দেখুন ভিডিও, চোখের পলকে ট্রেন যাত্রীর ফোন ছিনিয়ে নিল ব্রিজে ঝুলে থাকা ‘স্পাইডারম্যান’!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিহারের বেগুসরাইয়ের ভিডিও।
Posted: 07:51 PM Jun 09, 2022Updated: 09:09 PM Jun 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় রাজ্যের লোকাল ট্রেনগুলিতে ছিনতাইয়ের ঘটনা মাঝেমাঝেই ঘটত। সে ছিল রীতিমতো দুঃসাহসিক ছিনতাই। ট্রেনের ছাদ থেকে ঝুলে জানলার কাছে বসা যাত্রীর ব্যাগ, সোনার চেন-চুরি-বালা ছিনিয়ে নিত দুষ্কৃতীরা। বিহারের (Bihar) বেগুসরাইয়ের (Begusarai) যে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে তা সেই ঘটনাকেও পিছনে ফেলে দেবে। এক্ষেত্রে ট্রেনে নয়, নদীর উপরের রেল সেতুতে ঝুলে ছিল ‘স্পাইডারম্যান’। ট্রেনের দরজার সামনে বসা এক যাত্রীর হাত থেকে যে নিমেষে ছিনিয়ে নেয় মোবাইল ফোন। ঘটনাটি এত দ্রুত ঘটে যে ফোন হারানো যাত্রীর বিশ্বাসই হচ্ছিল না!

Advertisement

বেগুসরাইয়ের ঠিক কোথায়, কোন নদীর সেতুতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে তা জানা যায়নি। তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। কী দেখা গিয়েছে ভিডিওতে?

[আরও পড়ুন: দুই স্বামীর টানাপোড়েনের মাঝে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী! পুলিশের দ্বারস্থ দুই ব্যক্তিই]

ওই ভিডিওতে দেখা গিয়েছে, রেল সেতু দিয়ে তীব্র গতিতে ছুটছে একটি ট্রেন। ওই ট্রেনটির দরজায় বসে আছেন দুই যুবক। তাঁদেরই একজন নদী ও সেতুর দৃশ্য ফোনের ক্যামেরায় রেকর্ড করছিলেন। আচমকাই রেল সেতুতে ঝুলন্ত কেউ ওই যুবকের হাত থেকে ফোনটি তুলে নেয়। এত কম সময়ে ঘটনাটি ঘটে যে প্রথমটায় যুবক বুঝে উঠতে পারছিলেন না তাঁর ফোনটি গায়েব হল কোথায়! হাত থেকে পড়ে গেল নাকি অন্য কিছু ঘটল। যদিও কী হয়েছে তা মুহূর্তে আন্দাজ করেন ওই যুবক। ততক্ষণে স্পাইডারম্যান ছিনতাইবাজ নাগালের বাইরে। কারণ ট্রেনটি হু-হু করে ছুটছিল।

উল্লেখ্য, ট্রেনের গতি এতটাই ছিল যে ভিডিওটি সাধারণ গতিতে দেখলে ছিনতাইয়ের মুহূর্তটিকে ঠিকঠাক আন্দাজ করা কঠিন হচ্ছে। স্লো-মোশনে দেখলে তবে বোঝা যায় যে কেউ ঝুলে ছিলেন ওই সেতুতে। আর সে     ই নির্ভুল দক্ষতায় ফোনটি তুলে নেয় ট্রেনে বসা যুবকের হাত থেকে।

[আরও পড়ুন: অভূতপূর্ব ঘটনার সাক্ষী দেশ, গেরুয়া শিবিরের হুমকি উড়িয়ে নিজেকে বিয়ে করলেন গুজরাটের তরুণী]

প্রসঙ্গত, এমন দুঃসাহসিক না হোক ট্রেন ছিনতাইয়ের ঘটনা কিন্তু লেগেই আছে। কিছুদিন আগে উলুবেড়িয়ে স্টেশনে ছিনতাইবাজকে ধরতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় এক যুবকের। ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার সময় রেললাইনে মাথা থেঁতলে যায় তাঁর। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনার জেরে বড়সড় প্রশ্নের মুখে পড়ে রেলের নিরাপত্তা ব্যবস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার