সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুণধর মানুষ! দুর্নীতির অভিযোগ রয়েছে উচ্চপদস্থ এই ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে। ঘুষ নিয়ে বেআইনি ভাবে কোটি কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ। ব্যক্তিগত জীবনও যাকে বলে রসালো। চার বার বিয়ে করেছেন, একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলেও কানাঘুষো। তাই বলে নিজের ছেলের প্রেমের সম্পর্ক ভেঙে সেই তরুণীর সঙ্গেই বিয়ে করবেন?
চিনের জিলিন প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির নাম লিউ লিয়াংগ। তাঁর বিরুদ্ধে উচ্চপদের অপব্যবহারের অভিযোগ রয়েছে। ৩৮৮৭ কোটি টাকা বেআইনি ভাবে ঋণ দিয়েছেন লিউ! এর জন্য ১৪১ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। এই অপরাধে ২০২৪ সালের নভেম্বর মাসে আদালত যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয়। তিনিই ছেলের প্রেমিককে বিয়ে করে ফের খবরে। ঠিক কী ঘটেছে?
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন লিউয়ের ছেলে। তাঁরা ঘর বাঁধবেন বলেও ঠিক করেন। সেই কারণে বাবার সঙ্গে প্রেমিকার আলাপ করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ। যদিও ছেলের প্রেমিকার প্রেম পড়ে যান খোদ লিউ। মুখে সেকথা প্রকাশ করেননি তিনি। উলটে ছেলেকে জানান, পুত্রবধূ হিসেবে তরুণীকে পছন্দ হয়নি তাঁর।
ছেলেকে লিউ পরামর্শ দেন, মেয়েটির স্বভাবচরিত্র ভালো নয়। সম্পত্তির লোভেই বিয়ে করতে চাইছে। এমনকী ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলতে বলেন। অভিজ্ঞ বাবার পরামর্শ মেনে নেন তরুণ। প্রেমিকার সঙ্গে সম্পর্কে ইতি টানেন তিনি। এরপরই ক্ল্যাইম্যাক্স। মাস ছয়েক বাদে ফের বিয়ে করেন লিউ। সবচেয়ে বড় কথা, সৎমাকে দেখে চমকে যান তরুণ। দেখেন তাঁরই প্রেমিকাকে বিয়ে করছেন বাবা।
পরে প্রকাশ্যে আসে, নতুন প্রেমের পথে কাঁটা ছেলেকে সরিয়ে তরুণীর সঙ্গে যোগাযোগ করেছিলেন লিউ। নিয়মিত তাঁকে উপহার পাঠাতেন তিনি। এরপর সরাসরি প্রেম নিবেদন করেন। একসময় লিউকে বিয়ে করতে রাজি হয়ে যান ওই তরুণী। ছেলের বিচ্ছেদের ছয় মাসের মধ্যে তাঁর প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে ফেলেন লিউ। এই কাণ্ডে প্রবল মানসিক আঘাত পান তরুণ। এমনকী তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।