সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট-নয়ের দশক। মায়ানগরীর বিনোদুনিয়া তখন আন্ডারওয়ার্ল্ড ডনদের দাপটে কাঁপত। বলিউড স্টারদের বাড়িতে প্রায়শই আসত হুমকি ফোন। 'তাদের সঙ্গে কাজ না করলেই বড় মাশুল গুণতে হবে'- এহেন হুমকিতে জেরবার হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। এমনকী নায়িকাদের কাছেও শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব আসত! অন্ধকার জগতের সেই দৌড়াত্ম্যে টানাপোড়েনে পড়েছিলেন রাকেশ রোশনও (Rakesh Roshan)। ছেলে হৃতিক রোশনের (Hrithik Roshan) জন্য মুম্বইয়ের মাফিয়া গোষ্ঠীর আক্রমণে পড়তে হয় তাঁর বাবাকে। তবে বরাত জোরে রাকেশ রোশনের প্রাণ বেঁচে গিয়েছিল। ঘটনার দু দশক বাদে আবারও সেই ভয়াবহ স্মৃতি রোমন্থন করলেন প্রবীণ পরিচালক।
২০০০ সাল। একদিকে যখন 'কহো না প্যায়ার হ্যায়' দেখে গোটা দেশ প্রেমের জোয়ারে ভেসেছিল, ঠিক সেই সময়েই বিপর্যয়ের মেঘ ঘনিয়ে আসে রোশন পরিবারের উপর। পর্দায় শাহরুখ-আমির, সলমনদের 'খান সাম্রাজ্যে'র দাপটের মাঝেই বলিউডের 'গ্রীক গড'-এর উত্থান। নতুন সুদর্শন অভিনেতাকে দেখে তখন আট থেকে আশির মূর্চ্ছা যাওয়ার জোগাড়! 'কহো না প্যায়ার হ্যায়' রিলিজ করতেই রাতারাতি খ্যাতির শিরোনামে পৌঁছে যান হৃতিক। রোশন পরিবার যখন ছবির গগনচুম্বী সাফল্যে মাতোয়ারা, ঠিক তখনই রাকেশ রোশনকে আক্রমণ করে মুম্বই আন্ডারওয়ার্ল্ড।
রোশনদের মুম্বইয়ের অফিসের বাইরে পর পর দুটি গুলি করা হয় রাকেশকে। নিজের বুদ্ধিমত্তার জেরে কোনওক্রমে সেখান থেকে গাড়িতে উঠে হাসপাতালে যান প্রবীণ পরিচালক। চিকিৎসার পর যদিও সুস্থ হয়ে ওঠেন রাকেশ, তবে সেই বিভীষিকাময় সময় আজও ভুলতে পারেনি রোশন পরিবার। বাবার উপর আন্ডারওয়ার্ল্ড আক্রমণের জন্য হৃতিক রোশন আজও নিজেকে দায়ী করেন। এমনকী সেই সময়ে 'কহো না প্যায়ার হ্যায়' ছবির পর তাঁর কাছে যখন একের পর এক বিগ বাজেট সিনেমার প্রস্তাব আসছিল, তখন ফিল্মি কেরিয়ারটাই জলাঞ্জলি দিতে চেয়েছিলেন অভিনেতা।
কিন্তু কেন মাফিয়াদের নিশানায় পড়তে হয় রাকেশ রোশনকে? বর্ষীয়াণ পরিচালক সম্প্রতি জানিয়েছেন, আসলে ওরা চেয়েছিল ওদের টাকার তৈরি ছবিতে কাজ করুক হৃতিক। কিন্তু আমি সেটা হতে দিইনি। সাফ না করে দিই। রাকেশ রোশনের মন্তব্য, "আমি কোনওদিনই ওদের সেরকম কোনও ইঙ্গিত দিইনি যে হৃতিক ওদের টাকায় সিনেমায় করবে। আমি বারবার ওদের প্রস্তাব এড়িয়ে যাই। বলি যে, হৃতিকের ডেট ফাঁকা নেই। আদতেও সত্যিই ছিল না তখন। এর পর ওরা আমাকে অন্য প্রযোজকদের সঙ্গে কথা বলে হৃতিকের ডেট ম্যানেজ করার নির্দেশ দেয়। আমি সেবারও আস্বীকার করি। আমাদের মধ্যে অনেকেই অনেক কিছু সহ্য করে চুপ ছিল, তবে ওদের অন্যায় আবদারের কাছে আমি মাথা নোয়াইনি কোনওদিন।" আন্ডারওয়ার্ল্ডের টাকায় তৈরি সিনেমায় ছেলে হৃতিক রোশনকে অভিনয় করতে না দেওয়ার জন্যই তখন মাফিয়াদের নিশানায় পড়েছিলেন রাকেশ রোশন।
সম্প্রতি 'কহো না প্যায়ার হ্যায়'-এর ২৫ বছর পূর্তিতে সেকথা ফাঁস করেন তিনি।