সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস গড়লেন অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন ভারতের এই অ্যাথলিট। তাঁর এই জয়ের সঙ্গে চলতি প্রতিযোগিতায় প্রথমবার অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। একই সঙ্গে ভারতের ঝুলিতে এল দ্বাদশ সোনার পদক। অবিনাশ চলতি বছরের জুলাইতে ভারতের প্রথম ট্র্যাক অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন।
এশিয়ান গেমসে এবারও অ্যাথলেটিক্সে নীরজ চোপড়ার (Neeraj Chopra) নিয়ে সোনার প্রত্যাশা রয়েছে। টোকিও অলিম্পিকে সোনা জেতার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডের হিরো হয়ে গিয়েছেন নীরজ। তাই যে ইভেন্টেই নীরজ নামেন, সকলেই সোনার আশা করেন। এবারের এশিয়ান গেমসে এখনও ট্র্যাকে নামেননি নীরজ। তার আগেই ট্র্যাকে সোনা জিতলেন অবিনাশ।
[আরও পড়ুন: অশ্বিনকে সামলাতে অজি শিবিরে ‘নকল’ অশ্বিনের ডাক! প্রস্তাব ফিরিয়ে দিলেন মহেশ পিথিয়া]
এশিয়াডে ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন। তিনি গেমস রেকর্ড গড়ে ৮:১৯.৫৩ সেকেন্ডে শেষ করেন। এবারের এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এটিই ভারতের প্রথম সোনা। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে এটি ভারতের ১২তম সোনা।