shono
Advertisement

Hangzhou Asian Games 2023: ২০১৮ সালের পর ফের শট পাটে সোনা জিতলেন তাজিন্দর, অ্যাথলেটিক্সে এল আরও পদক

ফের সোনা জিতলেন তাজিন্দর।
Posted: 05:58 PM Oct 01, 2023Updated: 08:12 PM Oct 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর প্রতি সবার প্রত্যাশা ছিল। সবার সেই প্রত্যাশা পূরণ করলেন তাজিন্দর পাল সিং (Tajinderpal Singh)। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে (Jakarta Asian Games 2018) সোনা জিতেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার হানঝাউতেও (Hangzhou Asian Games 2023) তাঁর দাপট বজায় রইল। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে চলতি প্রতিযোগিতায় ১৩তম সোনা এনে দিলেন তিনি। অবিনাশ সাবলে-র পর (Avinash Sable) অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে।

Advertisement

৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জেতার কিছুক্ষণের মধ্যেই এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এল দ্বিতীয় সোনা। গতবার শটপাটে যা করেছিলেন, এ বারও তাই করে দেখালেন তাজিন্দর। জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ২০.৭৫ মিটার থ্রো করে। নতুন গেমস রেকর্ডও ছিল তাঁর। পাঞ্জাবের ২৮ বছরের ছেলে এনেছিলেন সোনাও। এবারও সোনা নিজের গলাতেই রাখলেন তাজিন্দর।

[আরও পড়ুন: স্টিপলচেজ ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন অবিনাশ সাবলে]

সোনা জিতলেও এদিন তাজিন্দরের শুরুটা একেবারেই ভালো হয়নি। তাঁর প্রথম দুটি থ্রো বাতিল হয়ে যায়। এর পর ম্যাচে ফিরে এসে তৃতীয় থ্রোতে ১৯.২১ মিটার ছুড়েছিলেন। পরের থ্রোটাতেও আবার ২০ মিটারের বাধা পার করে ২০.০৬ মিটার থ্রো করেন তিনি। কিন্তু সৌদি আরবের মহমেদ দাউদা টোলো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন ২০.১৮ মিটার থ্রো করে। সোনা জিততে হাতে দুটি থ্রো ছিল তাজিন্দরের। কিন্তু প্রবল চাপেই হয়তো তাঁর পঞ্চম থ্রো আবার বাতিল হয়ে যায়। যদিও শেষ থ্রো-তে ২০.৩৬ মিটার ছুড়ে সোনা জিতে নেন তিনি।

[আরও পড়ুন: সোনা হাতছাড়া হলেও রুপো পেয়ে ইতিহাস গড়লেন অদিতি অশোক]

এদিকে অবিনাশ ও তাজিন্দর রবিবার ট্র্যাক থেকে ভারতকে তৃতীয় পদক দিলেন হরমিলান বেয়ন্স। তিনি মেয়েদের ১৫০০ মিটার রেসে দ্বিতীয় হয়েছেন। তিনি রেস শেষ করেন ৪:১২.৭৪ সেকেন্ডে।

হরমিলানের রুপোর পদকের রেস কাটতে না কাটতেই পুরুষদের ১৫০০ মিটার রেসে জোড়া পদক পেয়েছেন অজয় কুমার এবং জিনসন জনসন। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ের ফাইনাল রেস শেষ করতে অজয় কুমার সরোজ সময় নেন ৩:৩৮.৯৪ সেকেন্ড। এবং জিনসন জনসন রেস শেষ করেন ৩:৩৯.৭৪ সেকেন্ডে। পুরুষদের ১৫০০ মিটার রেসে রুপো পেয়েছেন অজয় এবং ব্রোঞ্জ পেয়েছেন জিনসন। চার বছর আগে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১৫০০ মিটারে সোনা জিতেছিলেন জিনসন এবং ৮০০ মিটারে রুপো পেয়েছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement