shono
Advertisement

Hangzhou Asian Para Games 2023: হাত নেই! পা দিয়েই সোনা জিতে নজির গড়লেন ১৬ বছরের শীতল দেবী

ফোকালিয়া নামক বিরল রোগে আক্রান্ত শীতল।
Posted: 03:05 PM Oct 27, 2023Updated: 03:07 PM Oct 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান প্যারা গেমসে (Hangzhou Asian Para Games 2023) এবার সবার নজর কাড়লেন শীতল দেবী (Sheetal Devi)। শুধু দুটি সোনা ও একটি রুপো জেতার জন্য নয়। বরং তাঁর অধ্যাবসায়ের জন্য। লড়াকু মনোভাব ও অদম্য ইচ্ছাশক্তির জন্য। সেই ইচ্ছাশক্তিকে মূলধন করেই এবার চলতি প্রতিযোগিতায় তিরন্দাজি (Armless Archery) ইভেন্টে দুটি সোনা ও একটি রুপো জিতলেন শীতল। তাও আবার পা দিয়ে! কারণ ভারতের (India) এই মহিলা অ্যাথলিটের যে দুটি হাত নেই।

Advertisement

বয়স মাত্র ১৬। ওঁর দুটি হাত নেই। তবে তাতে কি! প্রতিভা থাকলে শীতলের মতো পারফর্মারকে আটকে রাখা খুব কঠিন। সেটা ফের একবার প্রমাণিত হয়ে গেল। আন্তর্জাতিক মঞ্চে শীতল হলেন প্রথম অ্যাথলিট যিনি দুটি হাত ছাড়াই তিরন্দাজিতে তিনটি পদক জিতলেন।

[আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত ফর্মে বিরাট, ঈর্ষণীয় ফিটনেস! অবশেষে ফাঁস তারকার ডায়েট চার্ট]

মহিলা কম্পাউন্ড ওপেনে সিঙ্গাপুরের প্রতিযোগী আলিম নুর সিয়াহিদাকে ১৪৪-১৪২ ব্যবধানে হারিয়ে দেন শীতল। ফলে তাঁর ঝুলিতে চলে আসে সোনা। তবে এখানেই তিনি ক্ষান্ত থাকেননি। বরং কম্পাউন্ড ওপেন মিক্সড টিম তিরন্দাজি ইভেন্টে রাকেশ কুমারকে সঙ্গে নিয়ে রুপো জিতেছেন শীতল।

 

২০১৯ সালে ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানেই প্রথমবার শীতলকে দেখা যায়। বিশেষ ভাবে সক্ষম হলেও, লড়াকু মনোভাবের জন্য সবার মন জয় করে নেন তিনি। ২০২২ সাল থেকে তিরন্দাজিকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন। এবং পদক জিতে সবার নজরে চলে আসেন। এর পর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি।

শীতলের কোচ কুলদীপ কুমার বলছিলেন, “শীতলের ইচ্ছা দেখে ওকে অ্যাকাডেমিতে আসতে বলেছিলাম। তবে ও কিন্তু শুধু নিজের উদ্যোগেই তিরিন্দাজিকে বেছে নিয়েছিল। প্রতিভা তো আছেই। সঙ্গে রয়েছে বুদ্ধি। তাই তো খুব কম সময়ের মধ্যেই শীতল এবার এশিয়ান প্যারা গেমসে তিনটি পদক জিতল।

জম্মু ও কাশ্মীরের লোধিয়ার গ্রামের মেয়ে শীতল। ফোকালিয়া নামক একটি বিরল রোগ নিয়েই জন্ম নেন এই চ্যাম্পিয়ন অ্যাথলিট। প্রথম দিকে তিনি ধনুক ঠিকমতো পায়ে তুলতে পারতেন না। তবে কয়েক মাস অনুশীলন করার পর সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর এবার দেশের জন্য জিতলেন পদক।

[আরও পড়ুন: ‘ধর্ম পরিবর্তনের জন্য বহুবার চাপ দিয়েছে আফ্রিদি’, ফের বিস্ফোরণ কানেরিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement