shono
Advertisement

Breaking News

হাংঝৌয়ে বাতিল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ, কিন্তু কেন?

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ অন্যত্র সরানোর কথা ভাবা হচ্ছে।
Posted: 12:53 PM Feb 10, 2024Updated: 01:28 PM Feb 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনে কোপা আমেরিকা। আর্জেন্টিনা (Argentina) অন্যতম ফেভারিট। মেগা টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিতেও মগ্ন নীল-সাদা জার্সিধারীরা। মার্চে চিনে দুটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল মেসিদের (Lionel Messi)।
কোপা আমেরিকার আগে নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার জন্য আইভরি কোস্ট ও নাইজেরিয়ার সঙ্গে ম্যাচ হওয়ার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওই দুটো প্রীতি ম্যাচের বল শেষ পর্যন্ত গড়ায় কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

Advertisement

[আরও পড়ুন: ‘সম্মান অর্জন করে নিতে হয়’, নেতৃত্বের পাঠ শেখালেন ধোনি]

সম্প্রতি হংকংয়ে ইন্টার মায়ামির জার্সিতে প্রীতি ম্যাচে নামেননি লিওনেল মেসি। সেই কারণেই কি  হাংঝৌতে ম্যাচ হওয়া নিয়ে এত অনিশ্চয়তা? উল্লেখ্য, হাংঝৌতে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচ। সেই ম্যাচটি নিয়েই ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হংকংয়ে না খেললেও জাপানের ক্লাব ভিসেল কোবের বিরুদ্ধে ৩০ মিনিট খেলেন মেসি। এতেই নাকি চটেছেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা।
তবে আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নাইজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। নাইজেরিয়ার বিরুদ্ধে না হলেও আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের বল পরিকল্পনা অনুযায়ী বেজিংয়েই হবে। তবে শেষ পর্যন্ত কী হবে, তা বলবে সময়। 

[আরও পড়ুন: বিরাট পরিবর্তন মোহনবাগানে, হুগো বুমোসের জায়গায় এলেন কাউকো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement