সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের অফিসে গিয়ে হেনস্তার শিকার মেয়ে। সেই ইস্যুতেই সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট জনপ্রিয় বলিউড পরিচালক হনসল মেহেতার (Hansal Mehta)। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন 'সিটি লাইট', 'শহিদ' খ্যাত পরিচালক।
তিন সপ্তাহ ধরে মুম্বইয়ের এক অফিসে আধার কার্ড রেজিস্ট্রেশনের জন্য গিয়েও কোনও লাভ হয়নি। বরং বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে নানা অজুহাতে। সেই প্রেক্ষিতেই হনসল মেহেতা জানালেন, "আমার মেয়ে গত ৩ সপ্তাহ ধরে আধার কার্ডের জন্য আবেদন করার চেষ্টা করছে। এই ভয়ানক বৃষ্টি মাথায় করেই পূর্ব আন্ধেরিতে অত দূরে যাচ্ছে নিত্যদিন। এবং নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সেখানকার এক সিনিয়র ম্যানেজার আমার মেয়েকে কোনও না কোনও অজুহাতে বারবার ফেরাচ্ছেন। কখনও স্বাক্ষর ঠিক হয়নি বলছে, আবার কখনও যথাযথ নথি নেই, স্ট্যাম্প ঠিক জায়গায় নেই বা আজকে আপনার কোনও অ্যাপয়েন্টমেন্ট নেই... এহেন নানা অছিলায় ফিরিয়ে দিচ্ছে। আমি এক সপ্তাহের জন্য বাইরে রয়েছ। এমতাবস্থায় আমার ভীষণ হতাশ লাগছে, সাহায্য করতে পারছি না বলে। এটা হেনস্তা ছাড়া আর কিছুই নয়।"
[আরও পড়ুন: ‘মেয়ের জন্যই…’, অর্জুনের বেসুরো দাম্পত্যের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট স্ত্রী সৃজার!]
হনসল মেহেতা সেই পোস্টেই UIDAI অফিসের সিইও এবং UIDAI-এর একাধিক সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিকেও ট্যাগও করেছেন বিষয়টি জানানোর জন্য। পরিবর্তে উত্তরও পেয়েছেন। তবে এর পরও সমস্যার সুরাহা হয়েছে কিনা, সেটা জানা যায়নি। জনপ্রিয় বলিউড পরিচালকের এমন পোস্ট দেখার পর সোশাল মিডিয়াতেও শোরগোল। একাংশের কথায়, 'জনপ্রিয় মানুষদেরই যদি এভাবে হেনস্তার শিকার হতে হয়, তাহলে আর পাঁচজন সাধারণ মানুষ কী করবেন?' কেউ বা আবার বলছেন, 'সরকারি সিস্টেমগুলির খোলনলচে বদলানো উচিত।'