shono
Advertisement
Mimi Chakraborty

'মিমিকে ঘরে পাঠিয়ে দিস ১০ লাখ দেব', সরাসরি ধর্ষণের হুমকি!

কুরুচিকর মেসেজের স্ক্রিনশট শেয়ার করে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ অভিনেত্রীর।
Published By: Suparna MajumderPosted: 08:44 PM Aug 20, 2024Updated: 10:39 PM Aug 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এবার সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।

Advertisement

আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত তা স্বীকার করেননি মৃতার পরিবার। সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটনাগরিক। সেই ব্যবহারকারী লেখেন, "আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।" এর সঙ্গে অসংখ্য গালিগালাজ রয়েছে পোস্টে।

[আরও পড়ুন: প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী]

এই পোস্টটি মিমি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেন। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে যাদবপুরের প্রাক্তন সাংসদ লেখেন, 'আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা।' এই হুমকির পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন কিনা জানা যায়নি।

[আরও পড়ুন: ফাঁসি না গুলি? RG Kar কাণ্ডে কঠিন শাস্তির দাবি চিরঞ্জিতের, সিবিআইয়ে ভরসা নেই!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।
  • আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটনাগরিক।
Advertisement