সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক লাফে আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এলেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর (Harry Tector)। এক আইরিশ ব্যাটসম্যান আইসিসি-র ক্রমতালিকায় (ICC Ranking) উপরে উঠে আসায়, বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটসম্যান নামলেন এক ধাপ। কোহলি এখন আট নম্বরে। দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি ককের র্যাঙ্কিং ৯।
২৩ বছর বয়সি হ্যারি টেক্টর ৫০ ওভারের ফরম্যাটে সম্প্রতি নজর কেড়েছেন। চেমসফোর্ডে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৪০ রান করেন তিনি। সিরিজের শেষে আইরিশ ব্যাটসম্যানের সংগ্রহ ২০৬ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হ্যারি টেক্টরই সর্বোচ্চ রান সংগ্রাহক।
[আরও পড়ুন: মোহনবাগানকে বিশেষ সম্মান, সবুজ মেরুন জার্সি উন্মোচন করল লখনউ সুপার জায়ান্টস]
এক তরুণ আইরিশ ব্যাটারের দাপটে ক্রমতালিকায় কোহলি নেমে গেলেও, ভারতের তরুণ তারকা শুভমন গিল পাঁচ নম্বর স্থান ধরে রেখেছেন। গিলের পয়েন্ট ৭৩৮। এদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৮৮৬ পয়েন্ট নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে একনম্বরে।
৭২ রেটিং পয়েন্ট পাওয়ায় টেক্টরের সংগ্রহে এখন ৭২২ পয়েন্ট। ওয়ানডে ক্রিকেটে কোনও আইরিশ ব্যাটারের এটাই সর্বোচ্চ র্যাঙ্কিং। শুধুমাত্র কোহলি বা ডি কককে স্থানচ্যুত করাই নয়, ভারত অধিনায়ক রোহিত শর্মা (দশম স্থান), অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ (একাদশ স্থান) এবং জস বাটলারের (১৫) মতো তারকাকে পিছনে ফেলে দিয়েছেন হ্যারি।
র্যাঙ্কিং উন্নত করার সুযোগ আরও পাবেন টেক্টর। জুন-জুলাইয়ে জিম্বাবোয়েতে হবে বিশ্বকাপের কোয়ালিফায়ার। সেখানে র্যাঙ্কিংয়ে আরও উপরে উঠে আসতে পারেন টেক্টর। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বলবার্নি আইসিসি-কে বলেছেন, ”এগিয়ে যাওয়ার এবং আইরিশ ক্রিকেটের সেরা খেলোয়াড় হওয়ার সমস্ত গুণই রয়েছে টেক্টরের মধ্যে। আশা রাখি, ওকে আমরা সাহায্য করতে পারব। আমাদের বিশ্বাস টেক্টর আয়ারল্যান্ডের জন্য রান করে চলবে।”