সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় গ্রেপ্তার করা হল কংগ্রেস বিধায়ক মাম্মান খানকে। বৃহস্পতিবার প্রভাবশালী ওই কংগ্রেস (Congress) নেতাকে গ্রেপ্তার করছে হরিয়ানা পুলিশ। অভিযোগ নুহতে সাম্প্রদায়িক হিংসায় জড়িয়ে থাকার প্রত্যক্ষ প্রমাণ রয়েছে কংগ্রেস নেতার বিরুদ্ধে। এমনকী ওই ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে বলেও আশঙ্কা পুলিশের। পুরো বিষয়টিই তদন্তসাপেক্ষ।
মাম্মান খানের গ্রেপ্তারির পর ফের নুহ উত্তপ্ত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই গোটা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে স্থানীয় প্রশাসন। এমনকী বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। ওই কংগ্রেস বিধায়কের অনুগামীরা ফের রাস্তায় নেমে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। কংগ্রেস বিধায়কের অভিযোগ, তাঁকে ফাঁসানো হচ্ছে। সব অভিযোগ মিথ্যা।
[আরও পড়ুন: বাজপেয়ীর সমাধিতে একজোট NDA নেতারা, হাজির নীতীশ কুমারও, ব্যাপারটা কী?]
উল্লেখ্য, গত ৩১ জুলাই বিজেপিশাসিত হরিয়ানার নুহ-তে ‘ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা’র আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। গুরুগ্রাম-আলোয়ার হাইওয়ের মিছিলে বাধা দেয় একদল যুবক। তারা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। গুলি চালানোর ঘটনাও ঘটে। হামলা চালানো হয় ধর্মীয় স্থানেও। এই সংঘর্ষে মৃত্যু হয় ছ’জনের।
[আরও পড়ুন: হিমাচলকে ‘দুর্যোগ-বিধ্বস্ত’ রাজ্য ঘোষণা করুন, মোদির কাছে আরজি কংগ্রেসের]
অন্যদিকে, নুহের এই ঘটনায় বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছে বিরোধী শিবির। তাদের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের রাশ নিজেদের হাতে রাখতে গেরুয়া শিবির এই সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দিয়েছে। ২০২৪-এর আগে হরিয়ানায় যদি মেরুকরণ সফল হয় তাহলে আখেরে লাভ হবে বিজেপিরই। তবে পুলিশের দাবি, এর নেপথ্যে রয়েছেন কংগ্রেস বিধায়ক।