সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন পর্ব মিটলেও বাকযুদ্ধ জারি রইল কংগ্রেস ও নির্বাচন কমিশনের মধ্যে। সম্প্রতি হরিয়ানা নির্বাচনে কংগ্রেসের তরফে কারচুপির অভিযোগের পালটা কড়া জবাব দিয়েছিল কমিশন। এর পর কমিশনকে চিঠি লিখল হাত শিবির। একইসঙ্গে নির্বাচন কমিশনে মন্তব্যের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
হরিয়ানায় ভোট পরবর্তী সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল এই রাজ্যে ক্ষমতায় আসছে কংগ্রেস। কিন্তু ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় বিজেপি পেয়েছে ৪৮ ও কংগ্রেস ৩৭টি আসন। হাত শিবিরের তরফে স্পষ্ট অভিযোগ করা হয়, সিস্টেমকে ব্যবহার করে কংগ্রেসকে হারানো হয়েছে। এর পালটা কমিশনের তরফে কংগ্রেসকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, ফলাফল নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, সেগুলি ভিত্তিহীন, অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত। ভবিষ্যতে যেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেয় কমিশন।
চিঠি ও পালটা চিঠির পর এবার কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, 'আমরা যে সব অভিযোগ করেছিলাম অত্যন্ত আশ্চর্যজনকভাবে তার কোনও জবাব কমিশন দেয়নি। এবং নিজেরাই নিজেদের ক্লিনচিট দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে হয়ত আর কথা বাড়াতাম না। কিন্তু কমিশন যে ভাষায় আমাদের আক্রমণ করেছে তাতে আমরা বাধ্য হয়েই এই চিঠি লিখছি। আমরা জানি না কার দেখানো পথে ও পরামর্শে কমিশন হাঁটছে। কিন্তু কমিশনের মনে রাখা উচিত কমিশন সংবিধান দ্বারা গঠিত একটি সংস্থা তার কিছু দায়িত্ব রয়েছে। এর পরও যদি কমিশন এই ধরনের ভাষা ব্যবহার করে সেক্ষেত্রে কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব আমরা।'
উল্লেখ্য, গতমাসের ৫ অক্টোবর বিধানসভা নির্বাচন হয় হরিয়ানায়। ৮ অক্টোবর প্রকাশ্যে আসে ফলাফল। যেখানে দেখা যায়, ৯০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮ ও কংগ্রেস ৩৭টি আসন, অন্যান্যরা ৫টি। এরই মাঝে অভিযোগ ওঠে ২৬টি বিধানসভা কেন্দ্রের একাধিক ইভিএমে সমস্যা দেখা যায়। ভোটের হার দেখানো হয় ৯৯ শতাংশ। এর পরই প্রকাশ্যে আসে ইভিএম নিয়ে একের পর এক অভিযোগ।