shono
Advertisement

Breaking News

শিশু কোলে মহিলার কথা না শুনলে কী হয় খুনি নালায়?

স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই, কাশ্মীরে পা দিলেই মনে পড়ে আমির খুসরুর বিখ্যাত ফারসি পংক্তি৷ কিন্তু তা বলে ভাবেন না কাশ্মীরের সব জায়গায় শুধু দেবদূতরাই থাকে৷ এই কাশ্মীরেই আছে সেই জায়গা যেখানে এক মহিলার কথা না শুনলেই সটাং গাড়ি শুদ্ধ সব আরোহী গিয়ে পড়ে দু’হাজার ফুট গভীর খাদে৷ The post শিশু কোলে মহিলার কথা না শুনলে কী হয় খুনি নালায়? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM May 27, 2016Updated: 02:49 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর মানেই অনিন্দ্যসুন্দর প্রকৃতি৷ বরফঢাকা পাহাড়, নীল আকাশ, সবুজ উপত্যকা, টলটলে হ্রদ—কাশ্মীরে প্রকৃতি যেন উজাড় করে সাজিয়েছে নিজেকে৷ স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই, কাশ্মীরে পা দিলেই মনে পড়ে আমির খুসরুর বিখ্যাত ফারসি পংক্তি৷ কিন্তু তা বলে ভাবেন না কাশ্মীরের সব জায়গায় শুধু দেবদূতরাই থাকে৷ এই কাশ্মীরেই আছে সেই জায়গা যেখানে এক মহিলার কথা না শুনলেই সটাং গাড়ি শুদ্ধ সব আরোহী গিয়ে পড়ে দু’হাজার ফুট গভীর খাদে৷

Advertisement

কাশ্মীরে গেলে যদি কেউ সড়ক পথে বানিহাল থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে শ্রীনগর যেতে যান৷ তবে পথেই পড়বে কুখ্যাত ‘খুনি নালা’৷ নামের মতোই ভয়ানক এর উপস্থিতি৷ একদিকে খাড়া রুক্ষ পাহাড়, অন্যদিকে গভীর খাদ, যার শেষ কোথায় কেউ জানে না৷ ধসপ্রবণ এলাকা বলে প্রশাসনের তরফে পাহাড়ের গায়ে স্টিলের জাল লাগানো হয়েছে যাতে পাথরের বোল্ডার সোজাসুজি রাস্তায় এসে না পড়ে৷ শীতের সময় তুষারপাতের কারণে অনেক সময় বন্ধ হয়ে যায় এই রাস্তা৷

খুনি নালার পাশে এঁকেবেঁকে চলে গিয়েছে জাতীয় সড়ক

কিন্তু পথের ধারে এত অনাবিল প্রাকৃতিক শোভা সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা এড়িয়ে চলেন এই রাস্তা৷ পারতপক্ষে কেউ যায় না এই পথে, বিশেষত রাতে৷ কারণ এটিই কাশ্মীরের সবচেয়ে ভৌতিক স্থান বলে কুখ্যাত৷ অনেক গাড়িচালকই রাতে এক মহিলাকে শিশু কোলে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছেন৷ সড়ক পথের মাঝখানে দাঁড়িয়ে থাকে শাড়ি পরিহিতা ওই মহিলা এবং গাড়িতে লিফট চায় বলে অভিযোগ৷ শুনসান রাস্তায় গভীর রাতে একা মহিলা ওখানে দেখে অনেক চালক তাঁকে গাড়িতে তুলতে চাননি৷ জানেন, তারপর সেই অভাগা গাড়িচালকদের জন্য কী অপেক্ষা করছিল? মৃত্যু৷ আসলে ওই মহিলা ওই জায়গায় প্রাণ হারানো এক যুবতীর অতৃপ্ত আত্মা৷ যে সব প্রত্যক্ষদর্শীরা ওই মহিলা অশরীরীকে দেখেছেন তাঁরা বলেছেন, কথা না শুনলে গাড়ি গিয়ে পড়ত খাদে৷ গাড়ির স্টিয়ারিংয়ের উপর কোন নিয়ন্ত্রণই থাকে না চালকদের৷ যে সব চালক অগ্রাহ্য করে গাড়ি নিয়ে এগিয়ে গিয়েছেন তাঁরা ওই অশরীরীর আবছা কালো ছায়াকে গাড়ির পিছনের সিটে বসে থাকতে দেখেছেন৷ অনেকে আবার আচমকা তাপমাত্রা কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা অনুভব করেছেন৷ স্থানীয় বাসিন্দারা অনেকে বলেন, ওই জায়গায় বহু বছর আগে এক সন্তানসম্ভবা যুবতী আত্মহ্ত্যা করেছিল৷ যুবতীর অতৃপ্ত আত্মাই ঘুরে বেড়ায় খুনি নালার আশেপাশে৷ তাই যাবেন নাকি পৃথিবীতে যেখানে স্বর্গ আছে সেই কাশ্মীরে ‘পেত্নী’ দর্শনে?

The post শিশু কোলে মহিলার কথা না শুনলে কী হয় খুনি নালায়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার