shono
Advertisement
Rajkot fire

'৪ বছর ধরে ঘুমোচ্ছিলেন?' রাজকোট অগ্নিকাণ্ডে পুরসভাকে ভর্ৎসনা গুজরাট হাই কোর্টের

স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার কারও উপর আমাদের বিশ্বাস নেই, তোপ আদালতের।
Published By: Amit Kumar DasPosted: 01:33 PM May 27, 2024Updated: 01:33 PM May 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফায়ার লাইসেন্স ছাড়াই বছরের পর বছর ধরে চলছিল গুজরাটের রাজকোটের অভিশপ্ত গেমিং জোন। শনিবার এখানে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৯ শিশু-সহ ২৮ জনের। এই ঘটনায় রাজকোট পুরসভাকে তীব্র ভর্ৎসনা করল গুজরাট হাইকোর্ট। কড়া সুরে জানানো হল, 'পর্যাপ্ত অনুমোদন ছাড়া একটি গেমিং জোন চলছে এত বছর ধরে। আপনারা কি ঘুমোচ্ছিলেন?'

Advertisement

রাজকোটের গেমিং জোনে অগ্নিকান্ডের ঘটনার শুনানিতে সোমবার রাজকোট পুরসভা (Rajkot Municipality) স্বীকার করে নেয় অগ্নিনির্বাপণ ব্যবস্থার পর্যাপ্ত অনুমতি ছাড়াই চলছিল সেটি। এর পরই পুরসভাকে তীব্র ভর্ৎসনা করে আদালত (Gujarat High Court) জানায়, ''আপনারা কি সকলে অন্ধ হয়ে গিয়েছেন। ৪ বছর ধরে একটা গেমিং জোন অনুমতি ছাড়া চলছে আপনারা সব ঘুমোচ্ছিলেন? স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার কারও উপর আমাদের বিশ্বাস নেই।" এমনকী ওই গেমিং জোনে বেশ কয়েকজন আধিকারিককেও যেতে দেখা গিয়েছে। সে প্রসঙ্গে আদালত প্রশ্ন করে, 'যে আধিকারিকরা ওখানে খেলতে গিয়েছিলেন তারা কারা?'

[আরও পড়ুন: মাঝরাতে হাইওয়েতে মিম নেতাকে লক্ষ্য করে গুলিবৃষ্টি দুষ্কৃতীদের, শোরগোল মহারাষ্ট্রে]

পাশাপাশি ওই ঘটনায় গুজরাট সরকারের তরফে আদালতকে জানানো হয়, এই ঘটনার তদন্তে আমরা সিট গঠন করেছি। ৭২ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। অনেক শপিং মলেও এমন গেম জোন চালু রয়েছে শীঘ্রই এই বিষয়ে আমরা বিস্তারিত রিপোর্ট পাব। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গত ৪৮ ঘণ্টায় ৬ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অনুমতি ছাড়া যে সব গেম জোন চলছিল সব সিল করে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: নির্বাচনী বিজ্ঞাপন মামলা: ‘সুপ্রিম’ তোপের মুখে বিজেপি, কী বললেন বিচারপতিরা?]

উল্লেখ্য, গেম জোনে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হতেই দুটি বিস্ফোরক তথ্য সামনে আসে। জানা যায়, কোনও ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল ওই গেমিং জোন। পাশাপাশি ওই জোনের এক্সিট গেটের সংখ্যা ছিল মাত্র এক! এদিকে জানা যাচ্ছে, ‘টিআরপি’ নামের ওই গেমিং জোনে এমনিতে ভিড় থাকত। কিন্তু শনিবার সেখানে ব্যাপক ভিড় হয়ে যায়। ৯৯ টাকায় বিশেষ ছাড়ে টিকিট মেলায় অনেকেই আসেন গেম খেলতে। এদিকে সেদিনের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গেমিং জোনের মধ্যে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন দু'তিন জন কর্মচারী। সেই সময়ই আগুন স্ফুলিঙ্গ দেখা যায়। তারপর আচমকাই সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। যা পরবর্তীতে বিধ্বংসী আকার ধারণ করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফায়ার লাইসেন্স ছাড়াই বছরের পর বছর ধরে চলছিল গুজরাটের রাজকোটের অভিশপ্ত গেমিং জোন।
  • শনিবার অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৯ শিশু-সহ ২৮ জনের।
  • রাজকোট পুরসভাকে তীব্র ভর্ৎসনা করল গুজরাট হাইকোর্ট।
Advertisement