shono
Advertisement

হাওড়া স্টেশনে আরপিএফের লাঠিচার্জের প্রতিবাদে হুগলিতে অবরোধ, বিপাকে নিত্যযাত্রীরা

একের পর এক স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন।
Posted: 09:45 PM Sep 16, 2023Updated: 10:18 PM Sep 16, 2023

সুব্রত বিশ্বাস ও সুমন করাতি: হকার উচ্ছেদ ঘিরে হাওড়া স্টেশনে আরপিএফের লাঠিচার্জের প্রতিবাদে হুগলি স্টেশনে অবরোধ। আপ ও ডাউন লাইনে ব্যাহত রেল চলাচল। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। ব্যাহত দুরপাল্লার ট্রেন চলাচলও। বিপাকে নিত্যযাত্রীরা।

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার রাতে। কোন্নগর স্টেশন থেকে হকারদের ১২টি ডালা বাজেয়াপ্ত করে বালি আরপিএফ পোস্ট। প্রতিবাদে বৃহস্পতিবার প্রায় শতাধিক হকার হাওড়া স্টেশনে এসে হকারি করতে শুরু করে। শশা, পেয়ারা, বাদাম, লেবুর ডালা পেতে বিক্রি শুরু করে। কোন্নগর স্টেশনের ১২ জন হকার স্টেশনের ভিতরে বসবে না, এই হলফনামা দিয়ে আরপিএফের কাছ থেকে ডালা ফেরত নিয়ে যায় তাঁরা।

[আরও পড়ুন: এবার পুজোয় বিশ্বকাপ হাতে মেসি! কাতারের স্টেডিয়ামে পা রাখতে পারবেন আপনিও]

কিন্তু শুক্রবার ফের তাঁরা ওই স্টেশনে ডালা পাতলে আরপিএফ তা পুনরায় বাজেয়াপ্ত করে। ফলে আবার সেই হাওড়াতে এসে একই পদ্ধতিতে আন্দোলনের জন‌্য জড়ো হন হকাররা। আরপিএফ তাদের সরানো চেষ্টা করে। এসময় আরপিএফের সঙ্গে ধস্তাধস্তিও হয়। আরপিএফ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন আন্দোলনকারী হকাররা। তারই প্রতিবাদে শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ হুগলি স্টেশনে রেল অবরোধে সামিল হন স্থানীয় হকাররা। আপ, ডাউন ও রিভার্স তিন লাইনেই বসে পড়েন অবরোধকারীরা। তার ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত! গ্রেপ্তার বীরভূমের ‘কোটিপতি’ কনস্টেবল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার