shono
Advertisement

‘ও আইপিএলের রাজা’, বিরাট-ধোনি নয়, কার নাম বললেন রিঙ্কু?

এশিয়াডের দলে ডাক পেয়েছেন রিঙ্কু।
Posted: 05:01 PM Jul 18, 2023Updated: 05:02 PM Jul 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া রিঙ্কু সিংয়ের (Rinku Singh) আইডল কে? তিনি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নন। বিরাট কোহলিও নন। বাঁ হাতি রিঙ্কুর আদর্শ সুরেশ রায়না। তাঁর সঙ্গে রিঙ্কুর নিয়মিত যোগাযোগ রয়েছে। খেলায় আরও উন্নতি করার জন্য রায়নার কাছ থেকে পরামর্শ পান নাইট তারকা। ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের কাছ থেকেও সাহায্য পেয়েছেন বলে জানান রিঙ্কু।

Advertisement

নাইট তারকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ”সুরেশ রায়না আমার আদর্শ। ওঁর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। সুরেশ রায়না আইপিএলের রাজা। আমাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। আমার কেরিয়ারে সুরেশ রায়নার বড় ভূমিকা রয়েছে। হরভজন সিংও আমাকে সাহায্য করেছেন। ওঁদের এই সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। এই ধরনের বড় প্লেয়াররা যখন কারওর সম্পর্কে কিছু বলেন, তখন আরও ভাল কিছু করার ইচ্ছা জাগে।”

[আরও পড়ুন: ‘বন্ধু নেই আমার, আজকাল মনের কথা বলতে ভয় লাগে’, দলে ডাক না পেয়ে অভিমানী পৃথ্বী]

 

উল্লেখ্য, আইপিএলে রিঙ্কু সিং ৪৭৪ রান করেছেন। নাইটরা ব্যর্থ হয়েছেন টুর্নামেন্টে কিন্তু রিঙ্কুর ব্যাট গর্জে উঠেছে মেগা টুর্নামেন্টে। আইপিএলে ভাল খেলার সুবাদে জাতীয় দলের দরজা খুলে গিয়েছে রিঙ্কুর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি রিঙ্কুর।

কিন্তু এশিয়াডে ১৫ জনের যে দল ঘোষিত হয়েছে, সেখানে নেওয়া হয়েছে তাঁকে। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনে শুরু হতে চলা এশিয়ান গেমসে খেলবে ভারত। সেই দলেই রয়েছেন রিঙ্কু। তিনি বলেন, “এমনিতে আমার মন বেশ শক্তপোক্ত। তবে আবেগপ্রবণও বটে। আমি নিশ্চিত প্রথমবার যখন ভারতের জার্সি গায়ে চাপাব, তখন চোখে জল এসে যাবে।”

[আরও পড়ুন: কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলায় মঞ্জুর অন্তর্বর্তী জামিন, আদালতে স্বস্তি ব্রিজভূষণের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement