সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারেতে ফের হরিয়ানা কাঁটায় বিদ্ধ বাংলা। আবারও হরিয়ানার কাছে হেরেই বিজয় হাজারে জয়ের স্বপ্ন ভাঙল বঙ্গ ব্রিগেডের। বৃহস্পতিবার বিজয় হাজারের প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হল মহম্মদ শামিদের। তিন উইকেট পেলেও দলের জয় নিশ্চিত করতে পারলেন না তারকা পেসার।
গতবার হরিয়ানার কাছে হেরেই বিজয় হাজারে ট্রফিতে অভিযান শেষ হয়ে গিয়েছিল বাংলা টিমের।গতবার বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নেমেছিল বাংলা। এবারের প্রি-কোয়ার্টার ম্যাচ খানিকটা বদলার ছিল অভিষেক পোড়েলদের কাছে। কিন্তু আবারও হরিয়ানার কাছে হেরেই মাঠ ছাড়তে হল বাংলাকে। ৭২ রানের বিরাট ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল হরিয়ানা।
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। কিন্তু শুরু থেকেই বাংলা বোলিং লাইন আপকে পালটা মার দেন হরিয়ানার দুই ওপেনার। ৫ ওভারে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। সেখান থেকে ৫০ ওভারে ২৯৮ রান তুলে ফেলে হরিয়ানা। এদিন ১০ ওভার পুরোদমে বল করেন শামি। তিন উইকেট তুলে নেন তারকা পেসার। কিন্তু ৬১ রান দিয়ে ফেলেন তিনি। চোট সারিয়ে ফেরা মুকেশ কুমারও এদিন ২ উইকেট নেন।
কিন্তু রান তাড়া করতে গিয়ে প্রথম থেকেই মন্থর গতিতে এগোয় বাংলার ইনিংস। অধিনায়ক সুদীপ ঘরামির সঙ্গে ওপেনিং জুটিতে ৭০ রান তোলেন অভিষেক। কিন্তু ততক্ষণে ১৩ ওভার গড়িয়ে গিয়েছে। মিডল অর্ডারেও কেউ সেভাবে রান পাননি। ব্যাট করতে গিয়ে চোট পান সুদীপ চট্টোপাধ্যায়। সবমিলিয়ে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় বাংলা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অভিষেক। ৩৪ বলে ৩৬ রান করে অনুষ্টুপ মজুমদার। তবে শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে গুটিয়ে যায় বাংলার ইনিংস। ২২৬ রানে অলআউট হয়ে যান শামিরা।