shono
Advertisement

Breaking News

দেশজুড়ে বাড়ছে মাঙ্কিপক্সের আতঙ্ক, কী করবেন, কী নয়? নয়া গাইডলাইন দিল কেন্দ্র

ইতিমধ্যেই এ দেশে আটজনের শরীরে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স।
Posted: 11:20 AM Aug 03, 2022Updated: 11:20 AM Aug 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনার দাপটের মধ্যেই নতুন আতঙ্কের নাম মাঙ্কিপক্স। সুদূর আফ্রিকা থেকে এ দেশে ঢুকে পড়েছে মারণ রোগটি। ইতিমধ্যেই আটজনের শরীরে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। যার মধ্যে পাঁচজন কেরলের এবং তিনজন দিল্লির। শুধু তাই নয়, মাঙ্কিপক্সে একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে কেরল সরকার। সাধারণ মানুষকে তাই সতর্ক করতে বুধবার মাঙ্কিপক্স নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্যমন্ত্রক।

Advertisement

মাঙ্কিপক্সে (Monkeypox) মৃত্যুর হার যথেষ্ট কম। তা সত্ত্বেও ভারতে এই রোগে আক্রান্তের মৃত্যু হয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা অবলম্বন করতে মরিয়া কেন্দ্র। এদিন টুইট করে জানানো হয়, মাঙ্কিপক্স থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন, কী করবেন। চলুন জেনে নেওয়া যাক গাইডলাইন কী নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বীরভূমে সিবিআই ও ইডি হানা, অনুব্রত ঘনিষ্ঠ ২ ব্যবসায়ীর বাড়িতে জোর তল্লাশি]

কী করবেন?
১. মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আইসোলেশনে পাঠিয়ে দিন। যাতে তাঁর থেকে অন্য কেউ সংক্রমিত না হন।
২. সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার। বাড়িতে থাকলে সাবান দিয়ে হাত ধুতে হবে।
৩. আক্রান্তের কাছে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মুখে মাস্ক এবং হাতে পুণরায় ব্যবহার যোগ্য নয়, এমন গ্লাভস পরতে হবে।
৪. নিজের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করুন।

কী করবেন না?
১. আক্রান্তের সঙ্গে বিছানা, জামাকাপড়, তোয়ালে, বাসনপত্র ভাগ করা যাবে না।
২. যাঁরা আক্রান্ত নন, তাঁরা মাঙ্কিপক্সে সংক্রমিতের জামাকাপড়ের সঙ্গে নিজেদের জামাকাপড় কাচবেন না।
৩. মাঙ্কিপক্সের উপসর্গ থাকলে বাড়ির বাইরে না বেরনোই ভাল। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে।
৪. আক্রান্ত হয়েছেন কিংবা উপসর্গ দেখা দিয়েছে, এমন ব্যক্তিদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। সোশ্যাল মাধ্যমে নানা ভুয়ো খবর ঘুরে বেড়ায়। যাচাই না করে তাতে বিশ্বাস করবেন না।

[আরও পড়ুন: পার্থকে লক্ষ্য করে জুতো ছোঁড়া শুভ্রার নাম ইতিহাসে জায়গা পাক, মুখ্যমন্ত্রীর কাছে আরজি অনুপমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement