সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় বিএম বিড়লা হার্ট হসপিটাল কার্ডিয়াক চিকিৎসায় নতুন ইতিহাস গড়ল। পূর্ব ভারতে এই প্রথম ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার প্রতিস্থাপন করা হল রোগীর শরীরে। গতকাল এই নতুন ডিভাইস স্থাপন করেন বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের কার্ডিওলজির ডিরেক্টর ডাঃ অনিল মিশ্র। সাধারণত ব্র্যাডিকার্ডিয়া বা হৃদযন্ত্রের বৈদ্যুতিক সিস্টেমে কোনও সমস্যা থাকলে পেসমেকার ব্যবহার করা হয়।
এই নতুন ডিভাইসটি পেনসিলের চেয়েও ভীষণ ছোট্ট। রোগীর শরীরে কোনওরকম কাটাছেঁরা ব্যতিরেকেই লিডলেস পেসমেকার স্থাপন করা সম্ভব। নতুন এই টেকনোলজিতে রয়েছে একাধিক সুবিধা। রোগীর শরীরে কোনও রকম সংক্রমণের সম্ভাবনা থাকে না। কোনও রকম জটিলতা ব্যতিরেকেই এই পেসমেকার ২৫-৪০ মিনিটের মধ্যেই রোগীর শরীরে স্থাপন করা যায়। বিএম বিড়লাতে গতকাল এক পেশেন্টের শরীরে সফল ভাবে এই ডিভাইস প্রতিস্থাপন করা হয়েছে। এই নতুন ডিভাইস ব্যবহার পূর্বভারতে প্রথম।
এই উপলক্ষে হাসপাতালের সেভেন্থ ফ্লোরে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য প্রতিপাদ্য 'ফার্স্ট এভার ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার ইমপ্ল্যান্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া'য় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অনিল মিশ্র।
অনুষ্ঠানে AVEIR DR লিডলেস পেসিং প্রযুক্তির সরাসরি প্রদর্শন করা হয়। সেখানে হৃৎপিণ্ডের স্পন্দন বিবর্তন সম্পর্কে বিশেষজ্ঞরা আলোচনা করেন। এই নতুন প্রযুক্তির প্রভাব এবং ভারতের কার্ডিয়াক পেসিংয়ের ভবিষ্যৎ কেমন হবে, তা আলোচনায় তুলে ধরা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ মিশ্র জানান, "লিডলেস পেসমেকার একটা নতুন ডিভাইস। ডুয়াল চেম্বার ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ হয়েছে। ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম এই ডিভাইস আমরা গতকাল বিকেলে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে ইমপ্লান্ট করেছি। পেশেন্ট ভালো আছেন। এক্ষেত্রে পেশেন্টের শরীরে কোনও পকেট করতে হয়নি। ডিভাইস প্রতিস্থাপন করা খুব সহজ ব্যাপার। পেশেন্ট পরের দিন হাঁটাচলা করতে পারবেন।"
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেডস্টার হার্ট অ্যান্ড ভাস্কুলার ইনস্টিটিউটের কার্ডিয়াক অ্যারিথমিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর ডাঃ সাইরাস আদেল হাদাদি। তিনি এই নয়া প্রযুক্তি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে প্রযুক্তি ও চিকিৎসার অগ্রগতির মেলবন্ধনের রূপরেখা মেলে ধরা হয়। বিএম বিড়লা আধুনিক কার্ডিয়াক চিকিৎসার এক পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে নজির স্থাপন করল।
