shono
Advertisement
Colon Cancer

তরুণদের মধ্যে ক্রমশ বাড়ছে কোলন ক্যানসার, ৫টি লক্ষণ জানিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সঠিক সময়ে সঠিক চিকিৎসাই এই রোগে সুস্থ হয়ে ওঠার একমাত্র চাবিকাঠি।
Published By: Buddhadeb HalderPosted: 03:06 PM Jul 14, 2025Updated: 05:12 PM Jul 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবর্তিত জীবনধারায় আজকাল খুব সহজেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। এদের মধ্যে ক্যানসার একটি গুরুতর রোগ। ক্যানসার মূলত বয়স্কদের রোগ হিসেবে পরিচিত ছিল কিছুদিন আগেও। কিন্তু সেই সংজ্ঞাও বদলে গিয়েছে। শরীরের যেকোনও অঙ্গ বা টিস্যুতে উৎপত্তি ঘটে এই রোগের।

Advertisement

আজকাল তরুণদের মধ্যেও ঝুঁকি বেড়েছে ক্যানসারের। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এমনই এক উদ্বেগজনক তথ্য। BJS-এ প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যাচ্ছে ১৯৫০ সালে জন্মানো ব্যক্তিদের তুলনায় ১৯৯০ সালে জন্মানো ব্যক্তিদের মধ্যে কোলন ক্যানসার (Colon Cancer) হওয়ার ঝুঁকি দ্বিগুণ ভাবে বেড়েছে। অর্থাৎ ৩০-৩৫ বছর বয়সি ব্যক্তিদের মধ্যে কোলন ক্যানসারের সম্ভাবনা সবচেয়ে বেশি।

ফ্লোরিডার বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ জোসেফ সালহাব তরুণদের মধ্যে এই কোলন ক্যানসারের এই বৃদ্ধি সম্পর্কে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। এই রোগের বিশেষ পাঁচটি লক্ষণ জানিয়ে সকলকে সতর্ক করেছেন তিনি। এই লক্ষণগুলি কারও মধ্যে প্রকাশ পেলে আদৌ তা ফেলে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সঠিক সময়ে সঠিক চিকিৎসাই এই রোগে সুস্থ হয়ে ওঠার একমাত্র চাবিকাঠি বলে জানিয়েছেন ডাঃ সালহাব।

মলদ্বারে রক্তপাত: ডাঃ সালহাব বলেন, কোলন ক্যানসারের সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হল মলদ্বার থেকে রক্তপাত হওয়া। মলের সঙ্গে রক্ত মিশে থাকা বা রক্তপাত হওয়ার মতো ঘটনা ঘটলে সতর্ক হোন। সাধারণত অর্শের ক্ষেত্রেও এরকম লক্ষণ দেখা যায়। কিন্তু মলের সঙ্গে বারবার রক্তপাতের ঘটনায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

তীব্র পেট ব্যথা: পেট ব্যথার মতো ছোটখাটো বিষয়গুলিকে এড়িয়ে যাবেন না। পেট ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে। কিন্তু অকারণেই বারবার পেট ব্যথা হতে থাকলে চিকিৎসা করান। সঠিক খাদ্যাভাস বা জীবনযাপনের পরেও যদি পেটে অবিরাম অস্বস্তি লেগে থাকে, সেক্ষেত্রে আগেভাগে সতর্ক হোন। কোলন ক্যানসারের ক্ষেত্রে পেটে খিঁচুনি দেখা দিতে পারে। এমনটা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

ক্লান্তি বোধ: পর্যাপ্ত প্ররিশ্রম সত্ত্বেও ক্লান্তি বা দুর্বলতা প্রকাশ সাধারণত শরীরের অন্তর্নিহিত কোনও রোগের ইঙ্গিত দেয়। ক্লান্তি বা দুর্বলতার মতো লক্ষণটিকে অনেকেই এড়িয়ে যান। কিন্তু ডাঃ সালহাব এটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কোলন ক্যানসারের (Colon Cancer) ক্ষেত্রে অতিরিক্ত দুবর্লতা দেখা দিতে পারে।

মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: ঘন ঘন মলত্যাগ করার প্রবণতা দেখা দিতে পারে। মলত্যাগের পরও মনে হতে পারে পেট পুরোপুরি খালি হয়নি। এমনকী মলত্যাগের সময় পেটে ব্যথা বা চাপ অনুভূত হতে পারে। কোলনে টিউমার বৃদ্ধি পেলে তা মলের পথকে সংকীর্ণ করে দেয়। ফলে মল সরু বা পেন্সিলের মতো পাতলা আকার নেয়। মলে মিশে থাকা রক্ত, খালি চোখে দেখা যায় না। সেজন্য মলের রং কালো বা গাঢ় কালচে হতে পারে।

অন্যান্য লক্ষণ: ডাঃ সালহাব কোলন ক্যানসারের (Colon Cancer) আরও কিছু প্রাথমিক লক্ষণের কথা জানিয়েছেন। হঠাৎ করে ওজন কমে যাওয়া, খিদে না হওয়া, রাতে ঘুমের মধ্যে ঘেমে ওঠা, ক্রমাগত একনাগাড়ে হালকা জ্বর প্রভৃতি লক্ষণ এই রোগের বহিঃপ্রকাশ। যদিও এগুলি আরও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রেও দেখা দিতে পারে। কিন্তু এই লক্ষণগুলি একত্রিত হয়ে প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসের পরামর্শ নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯৫০ সালে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তুলনায় ১৯৯০ সালে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে কোলন ক্যানসার হওয়ার ঝুঁকি দ্বিগুণ ভাবে বেড়েছে।
  • ফ্লোরিডার বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ জোসেফ সালহাব তরুণদের মধ্যে এই কোলন ক্যানসারের উদ্বেগজনক বৃদ্ধি সম্পর্কে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন।
  • হঠাৎ করে ওজন কমে যাওয়া, খিদে না হওয়া, রাতে ঘুমের মধ্যে ঘেমে ওঠা, ক্রমাগত একনাগাড়ে হালকা জ্বর প্রভৃতি লক্ষণ এই রোগের বহিঃপ্রকাশ।
Advertisement