নারীর সৌন্দর্যই অলংকার। তবে এখন নারী-পুরুষ সমান সমান। সবাই চায় সুন্দর করে নিজেকে মেলে ধরতে। তাই শরীরের নানা অঙ্গের, এমনকী গোপনাঙ্গেরও খুঁত ঢাকছে কসমেটিক সার্জারি। সুবিধার নানা কথা বললেন কসমেটিক সার্জন ডা. সপ্তর্ষি ভট্টাচার্য।
বর্তমানে নিজেকে আরও সুন্দর করে তোলার ইচ্ছা শুধুই মুখ কিংবা ত্বকের যত্নে সীমাবদ্ধ নেই। অনেকেই শরীরের নানা অংশ- যেমন স্তন, পেট বা গোপনাঙ্গ নিয়ে অসন্তুষ্ট থাকেন এবং সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচারের সাহায্যে আত্মবিশ্বাস ফিরে পান।
স্তনের সৌন্দর্যচর্চা
আধুনিক কসমেটিক সার্জারির মাধ্যমে স্তনের আকার ও গঠন পরিবর্তন করে একে আরও আকর্ষণীয় ও পরিপূর্ণ করে তোলা যায়। স্তনের আকার বৃদ্ধি করা যায় সিলিকন ইমপ্লান্ট বা নিজস্ব চর্বি স্থানান্তরের (fat grafting) মাধ্যমে। আবার স্তন ঝুলে গেলে তা টানটান ও উঁচু করে তোলার জন্য করা হয় ব্রেস্ট লিফট। কারও যদি অতিরিক্ত বড় স্তনের কারণে অস্বস্তি হয়, তবে সেই আকার কমিয়েও তা আকর্ষণীয়ভাবে গঠন করা সম্ভব। নিপল ও এর চারপাশের অ্যারিওলার আকার ছোট বা বড় করেও একটি পরিপূর্ণ রূপ দেওয়া যায়। এসব অস্ত্রোপচারের ঝুঁকি কম, আর ফলাফলও বেশ সন্তোষজনক।
পেটের আকৃতি গঠনে আধুনিক পদ্ধতি
এই উপমহাদেশে অনেক নারী-পুরুষই অতিরিক্ত পেট নিয়ে ভোগেন। টামি টাক ও লাইপোসাকশন (চর্বি শোষণ)-এই দুই প্রক্রিয়ার সাহায্যে পেটের অতিরিক্ত চর্বি সরিয়ে একটি আকর্ষণীয় ও সুগঠিত পেট পাওয়া সম্ভব। এসব অস্ত্রোপচারে জটিলতা কম এবং খুব অল্প সময়েই কাজে ফিরতে পারেন রোগীরা।
নারী গোপনাঙ্গের সৌন্দর্য ও কার্যক্ষমতা বৃদ্ধিতে সার্জারি
বর্তমানে গাইনোকলজিক কসমেটিক সার্জারির চাহিদা দ্রুত বাড়ছে। অনেকেই গোপনাঙ্গের সৌন্দর্য ও কার্যক্ষমতা নিয়ে সচেতন হয়ে উঠেছেন। যারা বিভিন্ন কারণে হাইমেনোপ্লাস্টি বা কৃত্রিম কুমারিত্ব পুনঃস্থাপন চান, তাঁদের জন্য এটি কার্যকরী পদ্ধতি। একই সঙ্গে যোনিপথ টাইটেনিং ও ল্যাবিয়াপ্লাস্টি (গোপনাঙ্গের ঠোঁটের আকার কমানো বা বাড়ানো) করানো যায়, যাতে রূপ ও কার্যক্ষমতা দুটোই উন্নত হয়। এছাড়া শুধু যোনিপথ টাইটেনিং বা ল্যাবিয়া রিডাকশনও করানো যায়, যা যৌনজীবনে তৃপ্তি আনতে সাহায্য করে।
চর্মের সৌন্দর্যচর্চা
গোপনাঙ্গ, আন্ডারআর্মস, বিকিনি এরিয়া কিংবা পুরো শরীর ও মুখের রং উজ্জ্বল করতেও আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নেওয়া যায়। তবে এর জন্য আগে থেকে বুকিং করতে হয়। সৌন্দর্যচর্চার এই আধুনিক চিকিৎসাগুলো এখন সহজলভ্য ও নিরাপদ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ও অভিজ্ঞ সার্জনের হাতে এই অস্ত্রোপচারগুলো করালে শরীর ও মনে আসে এক নতুন আত্মবিশ্বাস।
পরামর্শ- 6291516668
