সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ভারতে স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে উৎকর্ষের প্রতীক হিসেবে পরিচিত ডিসান গ্রুপ এখন উত্তরবঙ্গে! উত্তর-পূর্বাঞ্চলে নার্সের ঘাটতি পূরণের লক্ষ্যে ডিসানের নয়া উদ্যোগ। শিলিগুড়িতে চালু হয়েছে ডিসান নার্সিং স্কুল ও কলেজ।
শিলিগুড়ির ডিসান একটি অত্যাধুনিক সুপারস্পেশালিটি হাসপাতাল। এখানে রয়েছে ৩০৪টি বেড। এটি NABH স্বীকৃত। এই হাসপাতালে রোগীরা হৃদরোগ, বার্ন, নিউরো, ট্রমা সহ একাধিক বিশেষ চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। প্রতিটি আইসিইউ বেডে ডেডিকেটেড লাইফসেভিং ভেন্টিলেটর এবং মডিউলার অপারেশন থিয়েটার রয়েছে।
ডিসান নার্সিং স্কুল ও কলেজ শিলিগুড়িতে একটি সুবিশাল ক্যাম্পাসে অবস্থিত। এখানে নার্সিং শিক্ষার জন্য সমস্ত আধুনিক পরিকাঠামো, অত্যাধুনিক ল্যাব এবং গ্রন্থাগার রয়েছে। অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে GNM (জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি) কোর্স করানো হয়। এই নার্সিং কলেজটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) দ্বারা স্বীকৃত। নার্সের ঘাটতি পূরণের লক্ষ্যে ডিসান হাসপাতালের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর সজল কুমার দত্ত শিলিগুড়িতে এই উদ্যোগ নিয়েছেন। উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলে নার্সিং পরিষেবা বাড়াতে এই উদ্যোগ প্রশংসনীয়।
কোর্স: বর্তমানে ৩ বছরের ডিপ্লোমা ইন জিএনএম কোর্স করানো হচ্ছে।
ভর্তি (২০২৫-২৬): জিএনএম কোর্সের জন্য ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
ওয়েবসাইট: https://www.desunnursing.in/
