shono
Advertisement
ABC Juice

রোজ ডায়েটে 'এবিসি জুস', নাক সিঁটকোবেন না, খেলেই কিন্তু বাজিমাত!

'এবিসি জুসে'র বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে।
Published By: Sayani SenPosted: 07:40 PM Mar 02, 2025Updated: 07:40 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর সুস্থ রাখার জন্য ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস সঠিক হলে শরীরে রোগ বাসা বাঁধার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন 'এবিসি জুসে'ই হতে পারে রোগমুক্তি। পেতে পারেন সুন্দর ত্বক, স্বাস্থ্যোজ্জ্বল চুল। কিন্তু কী এই 'এবিসি জুস'? আসলে অ্যাপেলের 'এ', বিটরুটের 'বি' এবং ক্যারেটের 'সি'। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ 'এবিসি জুস' রোজ খাদ্যতালিকায় থাকলে ঠিক কী কী উপকার পেতে পারেন, দেখে নিন একনজরে।

Advertisement

১. 'এবিসি জুস' রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষত আবহাওয়া বদলের সময় এই জুস অত্যন্ত উপকারী।
২. ত্বকের আর্দ্রতা ফিরিয়ে জেল্লা বাড়াতে সাহায্য করে টক্সিন সমৃদ্ধ 'এবিসি জুস'।
৩. লো ক্যালোরি এবং হাই ফাইবারে ভরা 'এবিসি জুস' দ্রুত শরীরের মেদ ঝরাতে সাহায্য করে। তার ফলে দ্রুত কমবে ওজন।
৪. 'এবিসি জুস' ফাইটোনিউট্রিয়েন্টস এবং ফাইবার সমৃদ্ধ। যা হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে।
৫. আপেল শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তার ফলে হৃদযন্ত্রের ক্ষতির সম্ভাবনা কম। তাই রোজ ডায়েটে থাক 'এবিসি জুস'।

তবে 'এবিসি জুসে'র বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। যা আপনার পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে।

১. 'এবিসি জুসে' প্রাকৃতিক মিষ্টত্ব থাকে। তাই যাঁদের রক্তে শর্করার পরিমাণ বেশি, তাঁদের এই জুস খাওয়া উচিত নয়।
২. 'এবিসি জুস' খেয়ে অ্যালার্জির সমস্যা হয়, তাহলে আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন জুস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন 'এবিসি জুসে'ই হতে পারে রোগমুক্তি। পেতে পারেন সুন্দর ত্বক, স্বাস্থ্যোজ্জ্বল চুল।
  • ত্বকের আর্দ্রতা ফিরিয়ে জেল্লা বাড়াতে সাহায্য করে টক্সিন সমৃদ্ধ 'এবিসি জুস'।
  • 'এবিসি জুসে'র বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। যা আপনার পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে।
Advertisement