সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে পানমশলার বিজ্ঞাপন করে সলমন খান, অক্ষয় কুমার, অজন দেবগনের মতো তারকাকে বিতর্কে জড়াতে হয়েছে। পড়তে হয়েছে আইনি গেরোতেও। কিন্তু নয়ের দশকের আরেক জনপ্রিয় অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, তিনি তামাকের বিজ্ঞাপন করার অফার হেলায় ফিরিয়ে দিয়েছিলেন। ৪০ কোটির 'টোপ' দিয়েও তাঁকে 'হ্যাঁ' করানো যায়নি। 'বলবান' অভিনেতার সাফ কথা, তিনি এমন কিছু করতেই পারেন না যাতে তাঁর দুই সন্তান আহান ও আথেয়াকে লোকে কিছু বলতে পারে।
ওই সাক্ষাৎকারে তামাকের বিজ্ঞাপন প্রসঙ্গে সুনীল শেট্টিকে (Suniel Shetty) বলতে শোনা গিয়েছে, ''আমাকে একটি তামাকের বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি ওদের দিকে তাকিয়ে বলেছিলাম, ‘আপনারা কি মনে করেন আমি টাকার ফাঁদে পা দেব? আমি দেব না। এমন কিছু করব না যাতে আহান ও আথেয়াকে কেউ কলঙ্কিত করতে পারে। আর এখন তো কারও সাহসই নেই আমার কাছে এসে এমন কোনও অফার দেবে!''
বহুদিনই তিনি আর বক্স অফিসের নিয়মিত মুখ নন। তবু শেট্টির দাবি, তরুণ প্রজন্ম এখনও তাঁকে শ্রদ্ধা করে। তাঁর কথায়, ''সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আমি হয়তো প্রাসঙ্গিক নই আর। তবু ১৭-১৮ বছর বয়সিরা আমাকে আদর্শ মানে। আমি এত ভালোবাসা আর সম্মান পাই, যা অবিশ্বাস্য! কয়েক কোটি টাকার জন্য আমি কি সেটাকে বিসর্জন দেব? না, আমি দেব না।''
সুনীল অতিমারী-পরবর্তী সময়ে তাঁর জীবনের পরিবর্তন নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে। জানিয়েছেন, "অতিমারীর পর আমি নিজেকে ভিন্নভাবে দেখতে শুরু করি। আমি নিয়মিত প্রশিক্ষণ, পড়াশোনা এবং আরও অনেক কিছু করতে শুরু করি।" ব্যক্তিগত উন্নতি এবং স্বকীয়তার উপরই মনোযোগ দিতে পারাই তাঁর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার কারণ, বলছেন সুপারস্টার।
