shono
Advertisement
Durga Puja 2025

পুজোয় চিকিৎসক পেতে সমস্যা? আগাম এই ব্যবস্থা নিলে বিপদ থেকে মুক্তি পেতে পারেন

বিপদ এড়াতে আজই সতর্ক হোন।
Published By: Sayani SenPosted: 09:46 PM Sep 24, 2025Updated: 09:46 PM Sep 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাবছর রোগীদের নিয়ে হাজারও ব্যস্ততা। ২৪X৭ কাজ করেন তাঁরা। পুজোর কটাদিন একটু অন্যরকম। সাধারণত চিকিৎসকরা সেই সময় ছুটিতে থাকেন। তার ফলে উৎসবের দিনগুলিতে হঠাৎ করে কোনও ছোটখাটো অসুস্থতায় সমস্যা হতে পারে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে পুজোর আগে সতর্কতামূলক ব্যবস্থা নিন। নইলে বড়সড় বিপদে পড়তে পারেন।

Advertisement

* বাড়িতে নিয়মিত চিকিৎসায় থাকা কোনও রোগী থাকলেই অবশ্যই পুজোর আগে চিকিৎসকের কাছে যান।

* প্রেসক্রিপশনে থাকা প্রয়োজনীয় সমস্ত ওষুধ কিনে রাখুন। নইলে পুজোর দিনে বিপদে পড়তে পারেন।

* বাড়িতে হালকা জ্বর, সর্দি, কাশি, পেটখারাপ, অম্বলের ওষুধ কিনে রাখুন। দাঁতে ব্যথা, পেটে ব্যথা-সহ নানা ধরনের যন্ত্রণা উপশমের ব্যথাও কিনে রাখুন।

পুজোর সময় আলো, শব্দ বাড়িতে থাকলেও অনেক বেশি পাওয়া যায়। কারও মাইগ্রেন থাকলে, সে সমস্যা বাড়তে পারে। তাই উপশমের ব্যবস্থা করে রাখুন। নইলে পুজোই মাটি।

* কারও অ্যালার্জির সমস্যা থাকলে সাবধান হোন। অবশ্যই ওষুধ রাখুন। নইলে বড় অঘটন ঘটতে পারে।

* পোড়া ক্ষত সারানোর কোনও মলম কিংবা পড়ে রক্তপাত আটকানোর কোনও ওষুধও কিনে রাখতে পারেন।

* বাড়িতে ডায়াবেটিসের রোগী থাকলে সাবধানে থাকুন। অবশ্যই বাড়িতে গ্লুকোজ কিংবা চকোলেট কিনে রাখুন। নইলে আচমকা হাইপোগ্লাইসেমিয়ায় বিপদে পড়তে পারেন।

* কারও শ্বাসকষ্ট থাকলে অক্সিমিটার অবশ্যই বাড়িতে রাখুন। এছাড়া তাঁর প্রয়োজনীয় ওষুধ এবং ইনহেলার বাড়িতে মজুত রাখতে ভুলবেন না।

* অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর সংগ্রহে রাখুন। যেমন - ব্লাড ব্যাঙ্ক, নার্সিংহোম কিংবা অক্সিজেন পাওয়া যাবে এমন কিছু জরুরি নম্বর মোবাইলে সেভ করে রাখুন। 

* আপনার বাড়িতে গাড়ি থাকলে কোনও সমস্যা নেই। আর নিজের গাড়ি না থাকলে অবশ্যই সতর্ক হোন। বাড়ির কাছে কোনও গাড়ি ভাড়া পাওয়া যায়, এমন জায়গার নম্বর নিজের কাছে রাখুন। রাতবিরেতে প্রয়োজনে গাড়ি পাওয়া যাবে কিনা, তা জিজ্ঞাসা করে নিন।

* যদি বুঝতে পারেন সমস্যা বড় আকার নিতে পারে, তাহলে অবিলম্বে বাড়ির কাছে সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে যান। অযথা সময় নষ্ট করবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়িতে নিয়মিত চিকিৎসায় থাকা কোনও রোগী থাকলেই অবশ্যই পুজোর আগে চিকিৎসকের কাছে যান।
  • বাড়িতে ডায়াবেটিসের রোগী থাকলে সাবধানে থাকুন। অবশ্যই বাড়িতে গ্লুকোজ কিংবা চকোলেট কিনে রাখুন।
  • ব্লাড ব্যাঙ্ক, নার্সিংহোম কিংবা অক্সিজেন পাওয়া যাবে এমন কিছু জরুরি নম্বর মোবাইলে সেভ করে রাখুন। 
Advertisement