সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই দেদার ঘোরাফেরা। এই মণ্ডপ থেকে ওই মণ্ডপে ঘুরে বেড়ানো। তার ফাঁকে পেটপুজো তো রয়েছেই। খাওয়াদাওয়া, ঘোরাফেরা করবেন আর জল তেষ্টা পাবে না, তা হয় নাকি। গলা ভেজাতে বাধ্য হয়ে যেকোনও বোতলের জলে চুমুক দেন অনেকেই। আর পুজো মিটতে না মিটতেই সর্বনাশ। হাজারও শারীরিক সমস্যায় যা তা অবস্থা! এই অভ্যাস কি আপনারও রয়েছে? তবে আগে জেনে নিন নিজের ঠিক কত বড় ক্ষতি করছেন।
* বিপিএ সেফ না হওয়া প্লাস্টিকের বোতলে রাখা জলে নানা রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে। ফ্লুরাইড, আর্সেনিক এবং অ্যালুমিনিয়ামের ফলে নানা শারীরিক ক্ষতি হতে পারে। ওই জল রোজ প্রতিদিন খেলে পেটের সমস্যা তৈরি হবে।
* একবার ব্যবহার করা যায়, এমন বোতল না ফেলে ব্যবহারের অভ্যাস রয়েছে অনেকের। এরকম বোতলে রাখা জল ভুলেও খাবেন না। তাতে ডায়েরিয়া, টাইফয়েডের মতো শারীরিক সমস্যা হতে পারে।
* প্লাস্টিক বোতলে রাখা জল সূর্যের আলো সংস্পর্শে এসে ডায়োক্সিন নির্গত হয়। তার ফলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
* যেকোনও রকমের প্লাস্টিক বোতলে রাখা জল থেকে পেটের সমস্যা হতে পারে। তেমনই আবার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমতে পারে।
* শুধু তাই নয়, শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনাও বাড়ে। হতে পারে ডায়াবেটিস, স্থূলতার মতো সমস্যা। লিভারের সমস্যাও দেখা দিতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
