shono
Advertisement
shopping mall receipts

শপিং মলের বিলেই লুকিয়ে মারণ রোগ! বেশি ক্ষতি হয় অন্তঃসত্ত্বাদের, জানুন কীভাবে

ভ্রুণের উপর এই রাসায়নিক পদার্থ বিরাট প্রভাব ফেলতে পারে।
Published By: Buddhadeb HalderPosted: 08:19 PM Nov 18, 2025Updated: 08:19 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপিং করার মজাই আলাদা। নিজের মনমতো বেছে বেছে সেরা জিনিসটা নিজের জন্য পছন্দ করে নেওয়ার বিকল্প আর কীই-বা হতে পারে! আর সেজন্যই শপিং করতে সকলেরই ভালো লাগে। কিন্তু এই আনন্দের নেপথ্যে লুকিয়ে রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। কী, শুনে আশ্চর্য হচ্ছেন তো? শুনতে অবাক লাগলেও বিশেষজ্ঞরা তেমনটাই জানাচ্ছেন। কেনাকাটার পর বিলিং ডিপার্টমেন্ট থেকে যে বিলটি আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়, সেই বিলটি আপনার স্বাস্থ্যের জন্য নীরব ঘাতক হয়ে দেখা দিতে পারে। কীভাবে?

Advertisement

এই ধরনের বিল তৈরি হয় থার্মাল কাগজ দিয়ে। এই কাগজে লোড করা থাকে বিসফেনল বা BPA এবং বিসফেনল এস বা BPS। এই রাসায়নিক দ্রুত রক্তে মিশে যেতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এই BPA ত্বকে মিশে যায়। বিল হাতে ধরার আগে লোশন বা স্যানিটাইজার ব্যবহার করলে শোষণের মাত্রা ১০০ গুণ পর্যন্ত বেড়ে যায়। এই রাসায়নিকগুলি রক্তে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে, মহিলাদের পিরিয়ডস অনিয়মিত হয়ে পড়তে পারে। শুধু তাই নয়। বাড়ে স্তন ক্যানসারের ঝুঁকি। এমনকী ডিম্বানুর গুণগত মান কমিয়ে দিতে পারে BPA/BPS। গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। কারণ, ভ্রুণের উপর এই রাসায়নিক পদার্থ বিরাট প্রভাব ফেলতে পারে। কী কী?

থার্মাল পেপারে BPA/BPS পাউডার আকারে থাকে। তা কোনও ভাবে গর্ভবতী মহিলার সংস্পর্শে এলে ভ্রূণের উপর সরাসরি প্রভাব ফেলে। এর ফলে ভ্রণের বিকাশ ব্যহত হয়। এমনকী অঙ্গ-প্রত্যঙ্গ সুগঠিত হতে পারে না। স্বাভাবিকের তুলনায় ওজন কম হয় শিশুর। নবজাতকের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে প্রিম্যাচুওরিটি দেখা দিতে পারে। স্নায়ুর গঠন উন্নত না হওয়ায় স্নায়ুর সমস্যায় ভোগার সম্ভাবনাও দেখা দেয়।

আপনি যদি গর্ভবতী হন, তাহলে আগেভাগে সচেতন হওয়া দরকার। শপিং মলে আপনি যেতেই পারেন। তবে থার্মাল পেপারের বিলের পরিবর্তে অনলাইনে ডিজিটাল বিল নিন। যদি অগত্যা রসিদ নিতেই হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। রসিদ নেওয়ার আগে স্যানিটাইজার ব্যবহার করবেন না। বিল যত কম স্পর্শ করবেন, ততই আপনার মঙ্গল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শপিং মলের বিল আপনার স্বাস্থ্যের জন্য নীরব ঘাতক হয়ে দেখা দিতে পারে।
  • এই কাগজে লোড করা থাকে বিসফেনল বা BPA এবং বিসফেনল এস বা BPS।
  • গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
Advertisement