shono
Advertisement
Snake Bite

বর্ষায় সাপের আতঙ্ক? কামড় খেলে এই কাজগুলি করতে ভুলবেন না

গ্রামেগঞ্জে সাপের কামড়ে প্রায়ই প্রাণহানির খবর পাওয়া যায়।
Published By: Sayani SenPosted: 09:26 PM Jun 22, 2025Updated: 03:13 PM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই রোদ তো এই বৃষ্টি। বঙ্গে মেঘ রোদ্দুরের লুকোচুরি যেন লেগেই রয়েছে। আর ঠিক এই সময়ে পোকামাকড়, সাপের উপদ্রবও বাড়ে। বিশেষত গ্রামেগঞ্জে সাপের কামড়ের ফলে প্রাণহানির খবরও মেলে। তবে চিকিৎসকের মতে সামান্য কয়েকটি ভুলের কারণে সাপের কামড় হয়ে ওঠে প্রাণঘাতী। আর সেই ভুলগুলি শুধরে নিতে পারলে সাপের কামড়ের পরেও সুস্থ হওয়া সম্ভব।

Advertisement

সর্প বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ সাপই হয় নির্বিষ। তার ফলে প্রাণহানির সম্ভাবনা থাকে না। কিন্তু যাঁকে সাপে কামড়ায় তিনি বেশিরভাগ ক্ষেত্রেই আতঙ্কিত হয়ে পড়েন। তার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অধিকাংশের। তাই সেক্ষেত্রে যাঁকে সাপ কামড়াছে তাঁর বেশ কয়েকটি উপসর্গের দিকে অবশ্যই নজর রাখতে হবে। উপসর্গগুলি হল:
* উদ্বেগ
* জ্ঞান হারানো
* শরীর শক্ত হয়ে যাওয়া
* চোখ স্থির হয়ে যাওয়া
* হাত-পা অসাড় হয়ে যাওয়া
* বমি
* অতিরিক্ত ঘাম
* অতিরিক্ত কাঁপুনি

উপরোক্ত উপসর্গগুলি দেখলে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নইলে বড়সড় কোনও ক্ষতি হতে পারে। ঠিক কোন কোন সতর্কতা নেওয়া প্রয়োজন?

* ক্ষতস্থানের আশেপাশে যাতে কোনও গয়নাগাটি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। থাকলে অবিলম্বে খুলে ফেলতে হবে।
* যাতে দেহের তাপমাত্রা আচমকা কমে না যায় তাই কম্বল জড়িয়ে রাখতে হবে।
* চিকিৎসকের কাছে পৌঁছতে দেরি করবেন না।
* ওঝার কাছে গিয়ে মন্ত্রের মাধ্যমে সাপে কামড়ানো রোগীকে সুস্থ করার চেষ্টা করবেন না। 
* সাপ কামড় দিলে তার ক্ষতি করার চেষ্টা করবেন না। মনে রাখতে হবে, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রামেগঞ্জে সাপের কামড়ের ফলে প্রাণহানির খবরও মেলে।
  • তবে চিকিৎসকের মতে সামান্য কয়েকটি ভুলের কারণে সাপের কামড় হয়ে ওঠে প্রাণঘাতী।
  • আর সেই ভুলগুলি শুধরে নিতে পারলে সাপের কামড়ের পরেও সুস্থ হওয়া সম্ভব।
Advertisement