সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থাইরয়েড এখন ঘরে ঘরে। সুগার-প্রেশারের মতো প্রায় বেশিরভাগ মহিলারা এই রোগে আক্রান্ত। তবে, পুরুষের এই রোগে আক্রান্তের সম্ভাবনা তুলনামূলক কম। আত্মীয়ের মধ্যে কিংবা প্রতিবেশী অনেক মানুষকেই এই রোগে ভুগতে দেখা যায়। ওজন বেড়ে যাওয়া, চুল ঝরা কিংবা ত্বকের রং ফ্যাকাশে দেখতে হওয়া প্রভৃতি থাইরয়েডের স্বাভাবিক লক্ষণ। এই উপসর্গগুলি থাকলে রক্ত পরীক্ষা করান। পাশাপাশি যাঁরা দীর্ঘদিন ধরে থাইরয়েডে ভুগছেন তাঁদেরকে খানিক সতর্ক থাকতে হবে। কারণ এক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে টিউমার হওয়ার ঝুঁকি থাকে। আর এই টিউমার থেকেই দেখা দেয় ক্যানসার। এই ধরনের ক্যানসারকে বলে থাইরয়েড ক্যানসার। কিন্তু প্রশ্ন হল ঠিক কী দেখে বুঝবেন আপনি থাইরয়েড ক্যানসারে আক্রান্ত?
১) গলার সামনের দিকে, কণ্ঠনালীর নিচে থাইরয়েড গ্রন্থিতে একটি ছোট ফোলা মাংসপিণ্ড দেখা দেবে। এটি সাধারণত ব্যথাহীন হয়। ব্যথা না থাকায় অনেকেই বিষয়টা প্রথম দিকে অবহেলা করে এড়িয়ে যান।
২) কণ্ঠস্বর কর্কশ বা ফ্যাসফেসে হয়ে যাওয়া। এই পরিবর্তন সহজে দূর হতে চায় না। এটি ভোকাল কর্ড-এর উপর টিউমারের চাপের কারণে হয়। তাই গলা ধরে থাকা কিংবা স্বর পরিবর্তন হলে এড়িয়ে যাবেন না।
৩) কোনও কিছু গিলতে অসুবিধা হওয়া। খাওয়া-দাওয়ার সময় বেশ কষ্ট হয়।
৫) কণ্ঠনালীর আশেপাশে অস্বস্তি বা ব্যথা হবে। এই ব্যথা কখনও কখনও কান পর্যন্তও ছড়িয়ে পড়তে পারে।
৬) গলায় বা ঘাড়ের পাশে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিগুলিকে ফুলে উঠতে দেখা যায়।
