সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বিশ্বের ডায়াবেটিসের রাজধানী ভারত। টাইপ ওয়ান এবং টাইপ টু মিলিয়ে বিশ্বে আনুমানিক ৮৩ কোটি ডায়াবেটিস রোগী রয়েছেন। এর মধ্যে ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতেই প্রায় ২১.২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যা মোট জনসংখ্যার ২৩.৭ শতাংশ। ২০২২ সালের একটি হিসাব প্রকাশ করে এমনই দাবি করা হয়েছে এনসিডি রিস্ক ফ্যাক্টর কোলাবরেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) একটি সমীক্ষায়। ২০২৪ সালে ভারতে হাই সুগারের রোগীর সংখ্যা যে আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এ দেশের ৬২ শতাংশ ডায়াবেটিস রোগী কোনও চিকিৎসাই করান না, কোনও ওষুধও খান না।
সমীক্ষা অনুযায়ী, ভারতের পরেই স্থান চিনের। সে দেশের প্রায় ১৪.৮ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছেন। যার মধে্য ৭ কোটি ৮০ লাখ মানুষ বিনা চিকিৎসায় আছেন। তুলনায় আমেরিকায় মাত্র ৪ কোটি ২০ লক্ষ মধুমেহ রোগী। ল্যানসেটে প্রকাশিত সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য ধরা পড়েছে। গত তিন দশকে হু হু করে বেড়েছে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা। জিনের পাশাপাশি আধুনিক জীবনযাপনও এই অসুখ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হয়।
১৯৯০ সালে সুগার আক্রান্তদের মধ্যে মাত্র ১১ শতাংশ মহিলা এবং ১১.৩ শতাংশ পুরুষ ছিলেন। ২০২২ সালে তা বেড়ে হয়েছে যথাক্রমে ২৩.৭ শতাংশ ও ২১.৪। এই সমীক্ষার প্রধান লেখক ইম্পিরিয়াল কলেজ লন্ডনের মাজিদ ইজ্জাতি বলেন, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি। এই সব দেশে কমবয়সি ছেলেমেয়েদের মধে্য ডায়াবেটিস আক্রান্ত বাড়ছে। একই সঙ্গে চিকিৎসা না করানোর ঝোঁকও খুবই ভয়ানক। এর ফলে হার্ট, কিডনির অসুখ হচ্ছে। মানুষের আয়ুও কমছে। বিশ্বের ৪৪.৫ শতাংশ ৩০ বছরের যুবক-যুবতী এবং ৫৯ শতাংশ প্রবীণ চিকিৎসা করাচ্ছেন না।