shono
Advertisement
tooth decay

এবার দাঁতের যত্নে যুগান্তকারী আবিষ্কার! এই ন্যানো ভ্যাকসিনে হবে মুশকিল আসান

খুব শীঘ্রই শুরু হবে 'ক্লিনিক্যাল ট্রায়াল'।
Published By: Buddhadeb HalderPosted: 07:20 PM Oct 09, 2025Updated: 07:20 PM Oct 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁতের ব্যথায় ভোগেননি এমন মানুষ বোধয় কমই আছেন। দাঁতের যত্ন নেওয়ার জন্য কত কীই-না আমরা করে থাকি। নিয়মিত দু'বার ব্রাশ করা, ঠান্ডা পানীয় থেকে বিরত থাকা, চেষ্টার কসুর থাকে না কোনও। তবুও দাঁতের ক্ষয় এড়ানো যায় না কোনও উপায়ে। কিন্তু এবার ঝামেলা পোয়াবার দিন শেষ। দাঁতের যত্ন নিতে এত ঝক্কি পোয়াবার দরকার নেই। দাঁতের সমস্ত ঝঞ্ঝাট থেকে মিলতে চলেছে মুক্তি। বিজ্ঞানীরা এমন এক টিকা আবিষ্কার করেছেন যা দাঁতকে সম্পূর্ণ ভাবে সুরক্ষা দিতে প্রস্তুত।

Advertisement

দাঁতের ক্ষয় সৃষ্টিকারী প্রধান ব্যাকটেরিয়া 'স্ট্রেপটোকক্কাস মিউটান্স'। এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করাই এই টিকার কাজ। শরীরে এই টিকা ব্যবহার হলে সরাসরি তা ওই ব্যাকটেরিয়াকে খুঁজে ধ্বংস করতে শুরু করে। ন্যানো টিকা শরীরের প্রতিরোধ কোষগুলিতে মূল অ্যান্টিজেন পৌঁছে দেয়। এর ফলে দীর্ঘস্থায়ী ভাবে দাঁতের ক্ষয়কারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরি করে দেয়। এই টিকা পিএলজিএ (পলি ল্যাকটিক কো গ্লাইকোলিক অ্যাসিড) দিয়ে তৈরি। এই উপাদান বায়োডিগ্রেডেবল হওয়ায় তা সম্পূর্ণ নিরাপদ।

ইতিমধ্যেই জীবজন্তুর উপর এই টিকা পরীক্ষাকরণ সফল হয়েছে। টিকার প্রভাবে লালারসে উচ্চ মাত্রায় 'ইমিউনোগ্লোবিউলিন এ' এবং 'ইমিউনোগ্লোবিউলিন জি' অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। এই অ্যান্টিবডিগুলি দাঁতের ক্ষয় সৃষ্টিকারী ব্যাকটিরিয়াকে সহজেই ধ্বংস করে দিতে সক্ষম।

বিজ্ঞানীরা খুব শীঘ্রই এই টিকা নিয়ে 'ক্লিনিক্যাল ট্রায়াল' করবেন। মানবদেহে প্রয়োগ সফল হলে এটি বিশ্বের প্রথম অ্যান্টি-ক্যাভিটি টিকা হিসেবে আত্মপ্রকাশ করবে। জৈবপ্রযুক্তি জগতের এক যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে এই ন্যানো ভ্যাকসিন বা ন্যানো টিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজ্ঞানীরা এমন এক টিকা আবিষ্কার করেছেন যা দাঁতকে সম্পূর্ণ ভাবে সুরক্ষা দিতে প্রস্তুত।
  • ইতিমধ্যেই জীবজন্তুর উপর এই টিকা পরীক্ষাকরণ সফল হয়েছে।
  • মানবদেহে প্রয়োগ সফল হলে এটি বিশ্বের প্রথম অ্যান্টি-ক্যাভিটি টিকা হিসেবে আত্মপ্রকাশ করবে।
Advertisement