shono
Advertisement

Breaking News

Dr. K. R. Adhikary Seva Pratisthan

২৩তম প্রতিষ্ঠা দিবসে নৈহাটিতে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সঙ্গে একাধিক কর্মসূচি

ডাঃ কে. আর. অধিকারী সেবা প্রতিষ্ঠান দুই দশক ধরে মানব সেবায় নিয়োজিত।
Published By: Buddhadeb HalderPosted: 02:12 PM Jul 04, 2025Updated: 02:23 PM Jul 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয় জনকল্যাণ মূলক কাজে নৈহাটির ডাঃ কে. আর. অধিকারী সেবা প্রতিষ্ঠান দুই দশক ধরে মানব সেবায় নিয়োজিত। ডাক্তার কমল রঞ্জন অধিকারীর স্মৃতিতে ২০০৩ সালে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। সম্প্রতি ২ জুলাই প্রতিষ্ঠানের ২৩তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল। প্রতি বছরের মতো এবারেও সাধারণ মানুষের জন্য আয়োজন করা হল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ইনভেস্টিগেশন শিবির। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ডাঃ কে. আর. অধিকারী সেবা প্রতিষ্ঠান-এর সম্পাদিকা শ্রীমতী শুক্লা অধিকারী।

Advertisement

এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষ বিনা খরচে বিভিন্ন পরিষেবা গ্রহণ করার সুযোগ পেলেন। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে রোগীর রক্তের বিভিন্ন পরীক্ষা, ই.সি.জি., ফিজিওথেরাপি সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এই শিবিরে। এছাড়াও চোখের অপারেশনের চেকআপ সহ রোগীর ওষুধপত্রের ব্যবস্থাও করা হয় প্রতিষ্ঠানটির তরফে।

প্রায় ২৪৫ জন রোগীকে ওইদিন স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্রের ব্যবস্থা করে দেন চিকিৎসকেরা। রক্তের বিভিন্ন পরীক্ষা সহ ই.সি.জি., ফিজিওথেরাপি করা হয় প্রায় ১১০ জন রোগীকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ পি. কে. শর্মা, ডাঃ এস. পি. কুন্ডু, ডাঃ গৌতম কুমার বোস, ডাঃ নিত্যানন্দ সাহা, অপটম পৌলমী স্যান্যাল, ডাঃ সৈকত দে, ডাঃ কে. পি. বিশ্বাস সহ আরও একাধিক চিকিৎসকবৃন্দ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্থানীয় জনকল্যাণ মূলক কাজে নৈহাটির ডাঃ কে. আর. অধিকারী সেবা প্রতিষ্ঠান দুই দশক ধরে মানব সেবায় নিয়োজিত।
  • ২ জুলাই প্রতিষ্ঠানের ২৩তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল।
  • সাধারণ মানুষের জন্য আয়োজন করা হল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ইনভেস্টিগেশন শিবির।
Advertisement