shono
Advertisement
Ear Cancer

কানের ব্যথা কি বারবার ফিরছে? বিরল ক্যানসারের হাতছানি নয় তো! সতর্ক করছেন বিশেষজ্ঞ

কোন লক্ষণ দেখে চিনবেন?
Published By: Buddhadeb HalderPosted: 03:43 PM Jan 09, 2026Updated: 04:00 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরের যে কোনও অংশেই থাবা বসাতে পারে ক্যানসার। তবে কানের ক্যানসার বা ‘ইয়ার ক্যানসার’ অত্যন্ত বিরল হওয়ায় অনেক সময় তা শনাক্ত করতে দেরি হয়ে যায়। সাধারণ কানের ব্যথা ভেবে অবহেলা করার মাসুল হতে পারে প্রাণহানি। চিকিৎসকদের মতে, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়া এই রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

Advertisement

কানের ব্যথা আমাদের অনেকেরই অতি পরিচিত সমস্যা। সাধারণত ব্যথার ওষুধ খেলে বা ড্রপ ব্যবহার করলে তা কমে যায়। কিন্তু ওষুধ খাওয়ার কয়েক দিন পরেই যদি ব্যথা আবার ফিরে আসে, তবে তাকে কানের ক্যানসারের (Ear Cancer) প্রাথমিক উপসর্গ হিসেবে ধরা যেতে পারে। বিশেষ করে এই ব্যথা যদি তীব্র ও অসহ্য হয়, তবে তা উপেক্ষা করা বিপজ্জনক। অনেক ক্ষেত্রে কানের বাইরের অংশ বা ‘এক্সটারনাল ইয়ার’-এ ত্বকের ক্যানসার হিসেবে এই মারণ রোগের সূচনা হয়। যা দ্রুত ছড়িয়ে পড়ে ভেতরে। আবার অনেক সময় কানের গহ্বর বা কর্ণনালীতে টিউমার তৈরি হয়, যাকে বলা হয় ‘ইয়ার ক্যানাল ক্যানসার’। মধ্যকর্ণ বা ‘মিডল ইয়ার’ আক্রান্ত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

কানের ক্যানসারের (Ear Cancer) আরও কিছু লক্ষণ রয়েছে। যেমন কান থেকে ঘন ঘন রক্তপাত হওয়া বা অদ্ভুত রঙের তরল নিঃসরণ। যদি দেখেন কান থেকে লালচে বা পুঁজ জাতীয় পদার্থ বের হচ্ছে এবং সঙ্গে তীব্র যন্ত্রণা রয়েছে, তবে দ্রুত বায়োপসি বা প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি। শ্রবণশক্তি হ্রাস পাওয়া বা সারাক্ষণ কানে একঘেয়ে ভোঁ ভোঁ শব্দ হওয়া (যাকে ডাক্তারি ভাষায় ‘টিনিটাস’ বলা হয়) মোটেই ভালো লক্ষণ নয়। এমনকী রোগের তীব্রতা বাড়লে মাথার চুল পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

গবেষণায় দেখা গিয়েছে, প্রাথমিক স্তরে লক্ষণগুলি চিনতে না পারার কারণেই ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই কানের মোম বা সেরুমেনের রঙের পরিবর্তন কিংবা দীর্ঘস্থায়ী অস্বস্তি বোধ করলে ঘরোয়া টোটকায় ভরসা না রেখে বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, সময়মতো ধরা পড়লে অস্ত্রোপচার বা রেডিওথেরাপির মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুস্থ থাকতে সচেতনতাই এখন একমাত্র পথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কানের ক্যানসার অত্যন্ত বিরল হওয়ায় অনেক সময় তা শনাক্ত করতে দেরি হয়ে যায়।
  • কানের ব্যথা বারবার ফিরে আসাকে ক্যানসারের প্রাথমিক উপসর্গ হিসেবে ধরা যেতে পারে।
  • কানের মোম বা সেরুমেনের রঙের পরিবর্তন কিংবা দীর্ঘস্থায়ী অস্বস্তি বোধ করলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Advertisement