shono
Advertisement
Prescription Plus

বিদায় ক্যাভিটি! চুল থেকে তৈরি টুথপেস্টই মেরামত করবে দাঁতের ক্ষয়

লন্ডন কিংস কলেজের গবেষকরা এমনটাই জানাচ্ছেন।
Published By: Buddhadeb HalderPosted: 04:15 PM Nov 11, 2025Updated: 02:44 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁতের স্বাস্থ্যরক্ষায় এক নয়া দিগন্ত খুলে দিল সাম্প্রতিক গবেষণা। ভবিষ্যতে আপনার টুথপেস্ট তৈরি হতে পারে আপনার চুল থেকেই! শুনে অবাক হচ্ছেন তো? আজ্ঞে হ্যাঁ, তাই! লন্ডন কিংস কলেজের গবেষকরা এমনটাই জানাচ্ছেন। চুল, ত্বক বা পশুর লোমে প্রাকৃতিকভাবে থাকা ‘কেরাটিন’ নামের প্রোটিন ব্যবহার করে এবার দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব। এই উপাদানটি দাঁতের ক্ষতিগ্রস্ত এনামেল মেরামত করতে পারে। দাঁতের চিকিৎসায় এই নতুন বিকল্পের কথা উঠে এসেছে লন্ডন কিংস কলেজের গবেষণায়।

Advertisement

ড. শেরিফ এলশারকাউই জানান, হাড় বা চুলের মতো এনামেল নিজে থেকে পুনরুৎপাদিত হতে পারে না। একবার ক্ষয় হলে তা চিরতরে হারিয়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে, কেরাটিন লালারসের খনিজ পদার্থের সঙ্গে মিশে যায়। এই মিশ্রণটি একটি আস্তরণ তৈরি করে, যা প্রাকৃতিক এনামেলের মতোই সমান কার্যকরী। এটি দাঁতের ক্ষয়কে প্রাথমিক স্তরেই থামিয়ে দিতে পারে।

গবেষক সারা গামিয়া জানান, কেরাটিন চুলের মতো জৈব বর্জ্য পদার্থ থেকে সহজে পাওয়া যায়। তাছাড়া দাঁতের চিকিৎসায় যে প্লাস্টিক রেজিনের প্রয়োজন পড়ে তা এবার এই বিকল্প ব্যবহারে কমবে। রেজিনগুলি এমনিতেই কম টেকসই ও ক্ষতিকর। সেই তুলনায় নতুন এই বিকল্প উত্তম।

দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা এমনিতেও বুঝি না। তাই তো অবহেলা করি বেশি। অ্যাসিডিক পানীয় পান করা কিংবা নিয়ম না মেনে ব্রাশ করার মতো দৈনন্দিন অভ্যাস এনামেলের ক্ষতি করে। ফলে দাঁতের ক্ষয় দেখা দেয়। প্রচলিত ফ্লুরাইড টুথপেস্ট এই ক্ষয়কে বিলম্বিত করতে পারে। কিন্তু ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গিয়েছে, কেরাটিন-ভিত্তিক উপাদান সম্পূর্ণভাবে ক্ষয় রোধ করতে সক্ষম। কেরাটিন দাঁতের ওপর একটি ঘন খনিজ আবরণ তৈরি করে। এটি নার্ভ চ্যানেলগুলিকেও ব্লক করে দেয়। ফলে শুধু দাঁতের ক্ষয় নয়, ঠান্ডা লেগে মাড়ি ফুলে সিরসিরে অনুভূতির সমস্যাও দূর হবে।

গবেষকরা আশা করছেন, আগামী দু' থেকে তিন বছরের মধ্যে এই কেরাটিন নির্মিত টুথপেস্ট বাজারে দেখা দেবে। তাহলে আর কী! এবার আর দাঁত নিয়ে অহেতুক চিন্তিত হওয়ার কিছু নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চুল, ত্বক বা পশুর লোমে প্রাকৃতিকভাবে থাকা ‘কেরাটিন’ নামের প্রোটিন ব্যবহার করে এবার দাঁতের ক্ষয় রোধ করা সম্ভব।
  • দাঁতের চিকিৎসায় এই নতুন বিকল্পের কথা উঠে এসেছে লন্ডন কিংস কলেজের গবেষণায়।
  • কেরাটিন-ভিত্তিক উপাদান সম্পূর্ণভাবে ক্ষয় রোধ করতে সক্ষম।
Advertisement