সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শার্লিন চোপড়া। বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী। নিজের বোল্ড লুক নিয়ে পাপারাজ্জিদের সামনে আসতে পিছপা হননি কখনও। থেকেছেন চর্চায়। ২০২৩ সালে মুখের সমস্ত ফিলার সরিয়ে উঠে এসেছিলেন আলোচনায়। এবার ব্রেস্ট ইমপ্লান্ট অপসারণের সিদ্ধান্ত জানিয়ে ভিডিয়ো প্রকাশ করলেন। আর তাতেই তিনি আরও একবার সংবাদ শিরোনামে। নিজেকে আকর্ষণীয় করে তুলতে স্তনে অস্ত্রোপচার করিয়ে তা আকারে বাড়িয়েছিলেন একসময়। সুডৌল স্তনে এই লাস্যময়ী হয়ে উঠেছিলেন যৌন আবেদনময়ী। কিন্তু সম্প্রতি সেই স্তন প্রতিস্থাপন অপসারণ করতে চান।
১১ নভেম্বর ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন। শার্লিন জানান, 'গত বেশ কয়েক মাস পিঠ, গলা, কাঁধ ও বুকের ব্যথায় ভুগছিলাম। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এই ব্যথার মূল কারণ আমার ভারী ইমপ্লান্ট। তাই নিজের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্যই আমি সেগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
বুক দিয়ে যায় চেনা! নিজের সুডৌল স্তনকে আরও উন্নত করতে স্তন প্রতিস্থাপনের সাহয্য নেন কেউ কেউ। হলিউড থেকে বলিউড সর্বত্রই এর চল রয়েছে। সাধারণত সার্জারির মাধ্যমে স্তনের টিস্যুর নিচে স্থাপন করা হয় এক ধরনের মেডিকেল ডিভাইস। সিলিকন জেল বা স্যালাইন সলিউশন দিয়ে এটি তৈরি। এর প্রধান উদ্দেশ্য হল স্তনের আকার বা আয়তন বৃদ্ধি করা।
ব্রেস্ট ইমপ্লান্ট একটি সার্জিক্যাল প্রক্রিয়া। প্রথমে রোগীকে সম্পূর্ণ বা আংশিক অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। সার্জন স্তনের নিচে বা স্তনবৃন্তের চারপাশে ছোট করে কেটে নেন। এরপর স্তনের টিস্যুর নিচে বা বুকের পেশির নিচে ইমপ্লান্টটি সাবধানে স্থাপন করেন। ইমপ্লান্ট বসানোর পর কাটা স্থানটি সেলাই করে বন্ধ করা হয়।
পার্শ্বপ্রতিক্রিয়া কী কী?
(১) ইমপ্লান্টের চারপাশে তৈরি হওয়া স্কার টিস্যু শক্ত ও সংকুচিত হয়ে যায়। এর ফলে স্তন শক্ত হয়ে ওঠে। তীব্র ব্যথা দেখা দেয়।
(২) সিলিকন বা স্যালাইন ইমপ্লান্ট সময়ের সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে। সিলিকন ইমপ্লান্ট ফাটলে অনেক সময় বোঝা যায় না। স্যালাইন ইমপ্লান্ট ফাটলে স্তনের আকার হঠাৎ করে কমে যায়।
(৩) অস্ত্রোপচারের পর বা পরবর্তীকালে ইমপ্লান্টের স্থানে সংক্রমণ ঘটতে পারে।
(৪) ইমপ্লান্টের কারণে স্তনে দীর্ঘস্থায়ী বা মাঝে মাঝে ব্যথা হতে পারে।
(৫) ইমপ্লান্টটি তার সঠিক অবস্থান থেকে সরে যেতে পারে বা স্থান পরিবর্তন করতে পারে। এর ফলে স্তনের আকৃতি অস্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
(৬) বিশেষত স্যালাইন ইমপ্লান্টের ক্ষেত্রে, ত্বকের নিচে ইমপ্লান্টের পৃষ্ঠে ভাঁজ দেখা যেতে পারে। বাইরে থেকে এটি দৃশ্যমান হয়।
(৭) বিরল ধরনের ক্যানসার দেখা দিতে পারে। ইমপ্লান্টের চারপাশে স্কার টিস্যুতে এটি হওয়ার আশঙ্কা থাকে। এই ধরনের ক্যানসারকে এনাইপ্লাস্টিক লার্জ সেল লিম্ফোমা বলে।
