shono
Advertisement
Prescription Plus

প্রস্রাবের রং ঘোলাটে না ফ্যাকাসে হলুদ? রং দেখে বুঝে নিন কোন রোগের ইঙ্গিত দিচ্ছে শরীর

চিকিৎসকদের মতে, প্রস্রাবের রঙের পরিবর্তন কোনও গোপন রোগের লক্ষণ হতে পারে।
Published By: Buddhadeb HalderPosted: 02:53 PM Oct 13, 2025Updated: 05:05 PM Oct 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে কোনও রোগ গোপনে বাসা বাঁধলে, তা অনেক ক্ষেত্রেই ঠাহর করা মুশকিল। কোনও কোনও রোগের উপসর্গ ফুটে ওঠে বেশ দেরিতে। ততক্ষণে অনেকটাই বেড়ে যায় রোগের প্রকোপ। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে দ্রুত চিকিৎসা করা সম্ভব হয়। কিন্তু রোগ যদি দেরিতে ধরা পড়ে, সেক্ষেত্রে সামলানো কঠিক হয়ে পড়ে। পর্যাপ্ত জল খেলে আমাদের মূত্রের রং সাধারণত স্বচ্ছ থাকে। কিন্তু তা সত্বেও যদি প্রস্রাবের রঙে কোনও পরিবর্তন দেখা যায়, তাহলে সাধু সাবধান! কারণ, শরীরের কোনও অসুস্থতা থাকলে তার প্রভাব পড়ে প্রস্রাবের বর্ণেও। চিকিৎসকদের মতে, প্রস্রাবের রঙের এই পরিবর্তন কোনও গোপন রোগের লক্ষণ হতে পারে।

Advertisement

কোন রোগের ইঙ্গিত?
ঘোলাটে প্রস্রাব:
আপনার মূত্রের রং যদি মাঝেমধ্যে ঘোলাটে হয়, তাহলে চিন্তার কোনও কারণ নেই। খাদ্যে প্রোটিনের পরিমাণ অত্যাধিক হলে, মূত্রের রং ঘোলাটে হতে পারে। কিন্তু প্রতিদিন যদি প্রস্রাবের রং ঘোলাটে হয়, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ, কিডনির সমস্যা কিংবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে মূত্র ঘোলাটে বর্ণ হয়।

গোলাপি: প্রস্রাবের এই ধরনের বর্ণ প্রধানত চারটি কারণে ঘটতে পারে। তবে তা খুব গুরুতর নাও হতে পারে। অনেক সময় বিশেষ ওষুধ বা টক্সিনের কারণে এমনটা ঘটে। কিংবা প্রস্রাবে রক্ত চলে এলেও এমনটা হওয়া সম্ভব। এমনকী লেড বা পারদের কারণেও গোলাপি বর্ণের প্রস্রাব দেখা দিতে পারে। কিন্তু প্রস্রাবে রক্ত দেখা গেলে তা টিউমার, প্রস্টেটের সমস্যা বা কিডনিতে স্টোনের মতো রোগের ইঙ্গিত দেয়।

ফ্যাকাসে হলুদ: আমাদের শরীরে প্রতিদিন পর্যাপ্ত জলের প্রয়োজন হয়। শরীর যদি কোনও কারণে জলশূন্য হয়ে পড়ে, তখন কিডনি প্রস্রাব থেকে সরাসরি জল শোষন করে নেয়। ফলে প্রস্রাবের রং হলুদ বর্ণ ধারণ করে। তাই এমনটা ঘটলে বেশি করে জল খাওয়ার অভ্যাস করুন।

গাঢ় হলুদ: গাঢ় বর্ণের প্রস্রাব বেশির ভাগ ক্ষেত্রেই জন্ডিসের ইঙ্গিত দেয়। আবার অনেক ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স খেলে প্রস্রাবের বর্ণ হলুদ বর্ণের হতে পারে। কিংবা কোনও কোনও অ্যান্টিবায়োটিক ওষুধের ক্ষেত্রেও প্রস্রাবের রং গাঢ় হলুদ বর্ণ হয়ে উঠতে পারে। তাই এক্ষেত্রে সঠিক কারণ বুঝে চিকিৎসকের কাছে যেতে পারেন।

নীল বা সবুজ: নীল বা সবুজ বর্ণের প্রস্রাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান। সিউডোমোনাস ব্যাকটেরিয়ার কারণে মূত্রথলিতে বিরল সংক্রমণ ঘটলে মূত্রের বর্ণ নীল বা সবুজ হতে পারে। আবার কোনও কোনও ক্ষেত্রে বিরল জেনেটিক রোগেও এমনটা ঘটে। তবে, এমন বেশ কিছু খাবার ওষুধ রয়েছে যা খাদ্য রঙ বা রঞ্জকের কারণে প্রস্রাবের রং হালকা নীল বা সবুজ বর্ণ ধারণ করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর্যাপ্ত জল খেলে আমাদের মূত্রের রং সাধারণত স্বচ্ছ থাকে।
  • কিন্তু তা সত্বেও যদি প্রস্রাবের রঙে কোনও পরিবর্তন দেখা যায়, তাহলে সাধু সাবধান!
  • কারণ, শরীরের কোনও অসুস্থতা থাকলে তার প্রভাব পড়ে প্রস্রাবের বর্ণেও।
Advertisement