shono
Advertisement

Breaking News

Mobile Phone

ঘুম থেকে উঠেই মোবাইল দেখছেন! বিপদ ডেকে আনছেন না তো?

চার নম্বর পয়েন্ট অবশ্যই পড়ুন।
Published By: Akash MisraPosted: 08:13 PM Aug 29, 2024Updated: 08:13 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা মুঠো ফোনে আটকে! দিন থেকে রাত, রাত থেকে সকাল। অলটাইম মোবাইল ফোন চাই-ই চাই। বেশিরভাগ মানুষই এখন এমন লাইফস্টাইলে ব্যস্ত। তবে এই লাইফস্টাইল ডেকে আনছে বিপদ। বিশেষ করে চিকিৎসকরা বলছেন, ঘুম থেকে উঠেই যদি মোবাইল দেখেন, তাহলে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে।

Advertisement

ঘুম থেকেই উঠেই মোবাইল ঘাঁটতে শুরু করলে তার প্রভাব পড়তে পারে ব্রেনের উপর। এমনকী, এই কারণে মস্তিষ্কে স্ট্রেস হরমোন বেশি পরিমাণে তৈরি হতে পারে। আর সেই সুবাদে সকালে উঠেই মাথায় দানা বাঁধতে পারে দুশ্চিন্তা। তারপর সেই স্ট্রেসকে সঙ্গী করেই সারাদিন কাটাতে হবে। ওভার থিকিংয়ের সমস্যাও দেখা দিতে পারে।

সকালে উঠে প্রথমেই মোবাইলে নোটিফিকেশন চেক করলে স্লিপ সাইকেল গণ্ডগোল হয়ে যাচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, সকালে উঠে মোবাইলে চোখ রাখলে শরীরের প্রচুর পরিমাণে মেলাটোনিন বের হয়। আর তারপর গোটা দিন মোবাইল ব্যবহার করলে এই হরমোন আরও বেশি পরিমাণে নির্গত হয়। আর শরীরে এই হরমোনের মাত্রা বাড়লে ঘুম আসতে চায় না। তাই শান্তির ঘুম চাইলে আজ থেকে সকালে উঠে মোবাইল ব্যবহার কমান।

মোবাইল থেকে বেরিয়ে আসে নীল রঙের আলো। আর এই আলো কিন্তু চোখের উপর চাপ বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। বিশেষত, সকালে ঘুম থেকে ওঠার পরই যদি মোবাইল ঘাঁটতে শুরু করে দেন, তাহলে তো বিপদের শেষ থাকবে না।

দিনে ১ থেকে ২ ঘণ্টার বেশি মোবাইল ঘাঁটা উচিত নয়। এর থেকে বেশি সময় মোবাইল ব্যবহার করলে শরীর ও মনের একাধিক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর থেকে বেশি সময় মোবাইল ব্যবহার করলে শরীর ও মনের একাধিক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে।
  • সকালে উঠে মোবাইল দেখলে শরীরের প্রচুর পরিমাণে মেলাটোনিন বের হয়।
Advertisement