shono
Advertisement

বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান, আটকে অন্তত ৮০০ পর্যটক

উদ্ধারকাজে নেমে পড়েছে ভারতীয় নৌসেনার বিত্রা, বঙ্গারাম ও কুম্ভীর৷ The post বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান, আটকে অন্তত ৮০০ পর্যটক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:50 PM Dec 07, 2016Updated: 11:13 AM Dec 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান৷ হ্যাভলক দ্বীপপুঞ্জে আটকে পড়েছেন কমপক্ষে ৮০০ জন পর্যটক৷ আট যাত্রীদের মধ্যে ৩২ জন কলকাতার বাসিন্দা৷ নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন৷

Advertisement

প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে নৌসেনা৷ ইতিমধ্যেই পোর্ট ব্লেয়ার থেকে নৌসেনার চারটি জাহাজ রওনা দিয়েছে আন্দামানের দিকে৷ যার মধ্যে রয়েছে বিত্রা, বঙ্গারাম ও কুম্ভীর৷ বছর শেষের ছুটিতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন বলে খবর৷ বেশিরভাগই আটকে পড়েছেন৷ দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে হওয়া গভীর নিম্নচাপের ফলেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে বলে খবর৷ বেশ জোরে হাওয়াও বইছে৷

The post বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান, আটকে অন্তত ৮০০ পর্যটক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement