shono
Advertisement
Dhaka

টানা ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি, প্রবল বর্ষণে ডুবল ঢাকা

জলে ডুবে গিয়েছে রাজধানীর বিভিন্ন রাস্তা-অলিগলি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:05 PM Jul 12, 2024Updated: 09:05 PM Jul 12, 2024

সুকুমার সরকার, ঢাকা: অসহ্য গরমের মাঝে গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছিল। কিন্তু আজ, শুক্রবার ভোরে সাপ্তাহিক ছুটির প্রথম দিনেই তুমুল বৃষ্টি দেখল রাজধানী ঢাকার বাসিন্দারা। তুমুল বর্ষণে ডুবে যায় ঢাকার সিংহভাগ এলাকা। জলে ডুবে গিয়েছে বিভিন্ন রাস্তা-অলিগলি। বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী-সহ সাধারণ মানুষ।

Advertisement

এদিন ভোরে বৃষ্টি শুরু হলেও সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ঢাকার কোথাও হাঁটুজল, কোথাও কোমরসমান জল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে মানুষের চলাচল কম ছিল। তবে জমা জলের কারণে যানবাহন ধীরগতিতে চলছিল। ছিল যানজটও। কোনও কোনও এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। কার্যত অচল হয়ে পড়ে গোটা রাজধানী।

[আরও পড়ুন: রাতে খেতে বসেই বিপত্তি, কক্সবাজারে পাহাড় ধসে মৃত অন্তত ৪!]

এনিয়ে হাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, "আজ সারা দিন কম-বেশি বৃষ্টি হয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। বৃষ্টিপাত কমলে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে। সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। এতে করে ভ্যাপসা গরম অনুভূত হবে।"

এদিকে, রাস্তায় তেমন বাস চলাচল না করার সুযোগে অটো-রিকশাচালকরা দ্বিগুণ ভাড়া আদায় করেছেন। ১০০ টাকার অটো ভাড়া গুণতে হয়েছে ৩০০ টাকা। আজ, সব থেকে বেশি জল জমেছে বাণিজ্যপাড়া খ্যাত ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগসহ প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোডে। টানা বৃষ্টিতে অনেক দোকান ও বাজারে জল ঢুকে গিয়েছে।

[আরও পড়ুন: ভারতের প্রভাব খর্ব করতেই ‘টোপ’! হাসিনার সফরে বাংলাদেশকে ১৬০০ কোটি বিনিয়োগ চিনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অসহ্য গরমের মাঝে গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছিল।
  • কিন্তু আজ, শুক্রবার ভোরে সাপ্তাহিক ছুটির প্রথম দিনেই তুমুল বৃষ্টি দেখল রাজধানী ঢাকার বাসিন্দারা।
  • তুমুল বর্ষণে ডুবে যায় ঢাকার সিংহভাগ এলাকা। জলে ডুবে গিয়েছে বিভিন্ন রাস্তা-অলিগলি।
Advertisement