shono
Advertisement

Breaking News

উলটো রথে পুরীতে প্রবল বৃষ্টি, জলমগ্ন রেললাইনের জেরে বাতিল একাধিক ট্রেন

আগামী ২ দিন চলবে বৃষ্টি৷ The post উলটো রথে পুরীতে প্রবল বৃষ্টি, জলমগ্ন রেললাইনের জেরে বাতিল একাধিক ট্রেন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:26 AM Jul 22, 2018Updated: 11:56 AM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯দিন পর মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার৷ তার জন্য প্রস্তুতিও শুরু হয়েছিল নিয়ম মেনেই৷ কিন্তু শুক্রবার রাত থেকে চলা  বিরামহীন বৃষ্টিতে সুর কেটেছে উলটো রথের৷ যে রাস্তা দিয়ে রথ যাওয়ার কথা সেই রাস্তায় আপাতত জলের তলায়৷ পুরীতে রথের চাকা কীভাবে ঘুরবে তা নিয়ে চিন্তিত ওড়িশা প্রশাসন৷ শনিবার রাতভর পাম্প দিয়ে চলে রাস্তার জল নামানোর পালা৷ তবে অনবরত বৃষ্টি হওয়ায় জল নামানোয় বেগ পেতে হয় কর্মীদের৷  

Advertisement

[রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম…]

[উলটো রথের আগের দিন জগন্নাথদেবের মাসির বাড়িতে ভাণ্ডার লুট!]

শুক্রবার রাত থেকে পুরী-সহ গোটা ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিরামহীন বৃষ্টি৷ লাগাতার বর্ষণে জলে ভাসছে ওড়িশার বিভিন্ন প্রান্ত৷ ওড়িশার মালকানগিরি, কন্ধমাল ও গজপতি জেলা বানভাসি৷ বিপর্যস্ত জনজীবন৷ বন্ধ রয়েছে স্কুল, কলেজ৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে সৃষ্ট নিম্নচাপের জেরে এখনও আগামী দু’দিন ওড়িশায় ভারী বৃষ্টি জারি থাকবে৷ একটানা তিন-চারদিনের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে৷ রাজ্য সরকারের তরফ থেকে আগাম সতর্কতাও জারি করা হয়েছে৷ দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে৷

[রবিবার দিনভর জারি থাকবে বৃষ্টির চোখরাঙানি]

বাড়ছে সমুদ্রের জলস্তরও৷ দুর্যোগ কাটার সম্ভাবনা না থাকায় ইতিমধ্যেই সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ উলটো রথ উপলক্ষে বহু পর্যটকই ভিড় জমিয়েছেন পুরীতে৷ আবহাওয়া খারাপ থাকায় সমুদ্রেও নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের৷ সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে৷   

[হিমবাহ থেকে উদ্ধার ৫০ বছর আগের বিমানের ধ্বংসাবশেষ ও পাইলটের দেহ]

ওড়িশার লাগাতার বৃষ্টিতে ব্যাহত হয়েছে রেল চলাচল৷ রায়গড় জেলায় অতিবর্ষণের জেরে রেললাইনে জল উঠে গিয়েছে৷ কূল ছাপিয়ে রেললাইনে উঠে গিয়েছে জল৷ ফলে ওই রাস্তা দিয়ে বন্ধ রয়েছে রেল চলাচল৷ দেরিতে চলছে বহু দূরপাল্লার ট্রেন৷ বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-হিরাখন্দ এক্সপ্রেস৷

The post উলটো রথে পুরীতে প্রবল বৃষ্টি, জলমগ্ন রেললাইনের জেরে বাতিল একাধিক ট্রেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement