shono
Advertisement

ভারী তুষারপাত অব্যাহত, গ্যাংটকে দুর্ভোগে বাংলার পর্যটকরা

আশার কথা শোনাতে পারছেন না আবহাওয়া দপ্তরের আধিকারিকরা The post ভারী তুষারপাত অব্যাহত, গ্যাংটকে দুর্ভোগে বাংলার পর্যটকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:52 AM Mar 22, 2017Updated: 01:03 PM Dec 31, 2019

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: ভারী তুষারপাত অব্যাহত সিকিমে৷ যার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গার পরিবহণ ব্যবস্থা৷ গ্যাংটক থেকে তিন মাইল পর্যন্ত হাতেগোনা কিছু গাড়ি চলার অনুমতি দেওয়া হলেও পনেরো মাইল, ছাঙ্গু, বাবা মন্দির কিংবা নাথু লা যেতে দেওয়া হচ্ছে না কোনও গাড়িকেই৷ ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে পর্যটকদের৷

Advertisement

যাঁরা আগে থেকে হোটেল, গাড়ি বুকিং করে এসেছেন, তাঁরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন৷ অধিকাংশ পর্যটককে গ্যাংটকে হোটেল-বন্দি হয়েই তাঁদের কাটাতে হচ্ছে৷ দিতে হচ্ছে মোটা টাকা গুনাগার৷ রাস্তা খুলল কি না তা জানতে গ্যাংটকে আটকে পড়া কলকাতা-সহ বিভিন্ন এলাকার বাঙালি পর্যটকরা ঘন ঘন খবর নিচ্ছেন৷ তবে এদিন দুপুর পর্যন্ত কোনও আশার বাণী শোনাতে পারেনি সিকিম প্রশাসন৷

[কোহলির হয়ে অজি মিডিয়াকে যোগ্য জবাব দিলেন বিগ বি]

সিকিমের শেরাথাং থানার ওসি রবীন রাই জানিয়েছেন, সেনা বাহিনীর পক্ষ থেকে প্রতি মুহূর্তে বরফ কেটে রাস্তা খোলার চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু তিন মাইল থেকে ছাঙ্গু, বাবা মন্দির, নাথু লার পথ পুরোটাই বরফের মোটা চাদরে ঢেকে রয়েছে৷ ফলে গাড়ি চলার মতো পরিস্থিতি নেই৷ সিকিমের আবহাওয়াবিদ গোপীনাথ রাহা বলেছেন, বুধ ও বৃহস্পতিবার সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে উঁচু এলাকায় তুষারপাত চলবে৷

আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে চিন্তা বেড়েছে পর্যটকদের৷ পরিস্থিতি দেখেশুনে অনেকেই গ্যাংটক থেকে ফিরে এসেছেন৷ সিকিমে ঘুরতে এসে যাঁদের আগাম হোটেল-গাড়ি বুকিং করা নেই, তাঁদের বেশিরভাগই এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে চলে যাচ্ছেন৷ কেউ কেউ যাচ্ছেন ডুয়ার্সে৷ অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড টুরিজমের আহ্বায়ক রাজ বসু বলেন, শুধু ছাঙ্গু, বাবা মন্দির কিংবা নাথুলা নয়৷ উত্তর সিকিমের গুরুদম্বার, লাচুং, ইয়ামথাংয়ের রাস্তাও পুরোপুরি বন্ধ৷ তবে মঙ্গন, চুংথাং ও লাচেনের পথে পর্যটকদের কিছু গাড়ি চলতে দেওয়া হচ্ছে৷ কিন্তু পরিস্থিতি যা সেটাও কতক্ষণ বহাল থাকবে তা বলা মুশকিল৷

[নিমগাছ থেকে বেরচ্ছে ‘বিয়ার’, হুলস্থুল দিল্লি বিশ্ববিদ্যালয়ে]

টুর অপারেটররা জানিয়েছেন, অনেকেই রয়েছেন যাঁরা প্রথমবার ছাঙ্গু, বাবা মন্দিরে যাবেন বলে অনেক কষ্ট করে টাকাপয়সা জোগাড় করে ঘুরতে এসেছেন৷ অসুবিধায় পড়েছেন তাঁরাও৷ এর মধ্যে ভিন রাজ্যের পর্যটকরাও রয়েছেন৷ অনেকে আবার যে পর্যন্ত গাড়ি চলতে দেওয়া হচ্ছে, ততটুকু গিয়েই হাতের কাছে বরফ পাওয়ার আনন্দটুকু উপভোগ করতে চাইছেন৷

The post ভারী তুষারপাত অব্যাহত, গ্যাংটকে দুর্ভোগে বাংলার পর্যটকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement