shono
Advertisement

Breaking News

‘প্রচারের জন্য নিজের নামেই ছবি বানিয়েছেন’, মোদির বায়োপিক নিয়ে তীব্র কটাক্ষ মমতার

মোদি ‘মহম্মদ-বিন-তুঘলকের ঠাকুরদাদা’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷ The post ‘প্রচারের জন্য নিজের নামেই ছবি বানিয়েছেন’, মোদির বায়োপিক নিয়ে তীব্র কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM Apr 04, 2019Updated: 04:09 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি নিয়ে এখনও জট কাটেনি৷ ভোটের আবহে বিজেপি এই বায়োপিককে প্রচারের হাতিয়ার করেছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস৷ অভিযোগের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আপাতত পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির দিন৷ কংগ্রেসের মতোই এবার ওই বায়োপিকের বিরুদ্ধে অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ কেন সাধারণ মানুষ এই ছবি দেখতে যাবেন, প্রশ্নও তোলেন তিনি৷ 

Advertisement

[ আরও পড়ুন: ভোটের আগে থিম সং প্রকাশ, মিউজিক ভিডিওয় বিজেপিকে খোঁচা তৃণমূলের]

আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোটগ্রহণ দিয়ে এ রাজ্যে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ তার আগে উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচার করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙা কলেজ সংলগ্ন মাঠে জনসভা করেন তিনি৷ এদিনের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবি এবং নমো টিভির প্রসঙ্গ তুলে সরাসরি মোদিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কটাক্ষ, ‘‘নিজের নামে টিভি চ্যানেল বানিয়েছেন৷ প্রচারের জন্য নিজের নামে ছবি বানিয়েছেন৷ নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, আম্বেদকরকে নিয়ে ছবি মানুষ দেখবেন৷ তোমায় কেন দেখবে ভাই? তুমি কে? কী করেছো দেশের জন্য?’’

[ আরও পড়ুন: তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন, পশ্চিম মেদিনীপুরে ভারতীর প্রবেশ আটকাতে চায় রাজ্য]

শুধু বায়োপিক কিংবা চ্যানেলই নয়৷ জিএসটি, এনআরসি-র মতো পুরনো ইস্যু নিয়েও গেরুয়া শিবিরের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘এনআরসি-র নাম করে ২২ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে৷ আর ২৩ লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছে৷ বলছে, বাংলাতেও নাকি এনআরসি করবে৷ বাংলায় এনআরসি কোনওদিন করতে দেব না৷ আগেরবার দু’টি সিট পেয়েছিল৷ এবার একটাও পাবে না৷’’ বিজেপি নেতাদের শরীরে দাঙ্গার রক্ত লেগে আছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী৷ আচমকা জিএসটি চালুর সিদ্ধান্তের জেরে নরেন্দ্র মোদিকে ‘মহম্মদ-বিন-তুঘলকের ঠাকুরদাদা’ বলেও কটাক্ষ তাঁর৷ দেশে বেকার সমস্যা ঠিক কতটা প্রবল আকার ধারণ করেছে, তা বোঝানোর জন্য ভোটের পরেই বিএসএনএলের বহু সংখ্যক কর্মী ছাঁটাই হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[ আরও পডু়ন: ‘দেশ বাঁচাতে এক্সপায়ারিবাবুকে সরিয়ে ফেলুন’, মোদিকে কটাক্ষ মমতার]

বিরোধী বিজেপিকে আক্রমণ যেমন করেছেন, তেমনই রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূল সরকারের আমলে কোচবিহারে একাধিক হাসপাতাল, কলেজ, মাদার অ্যান্ড চাইল্ড হাবের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গড়ে উঠেছে৷ দিনহাটায় ভোটের পরেই আরও একটি ব্রিজ তৈরি হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগাম ওই ব্রিজের নাম তিনি দিয়েছেন ‘জয়ী ব্রিজ’৷ গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সবাইকে ভোট দিতে যাওয়ারও আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারসফরের সঙ্গী বসিরহাটের প্রার্থী নুসরতকে এদিনও দেখা গেল মাথাভাঙার সভায়৷ 

আগামী ৮ এপ্রিল ডুয়ার্সের নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাবের মাঠে জনসভা করবেন মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ৷ এই কাজ দেখভাল করছেন শিলিগুড়ির তৃণমূল নেতা রাজু সরকার। তিনি জানান, প্রায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বিরাট মাঠের পাশে হেলিপ্যাড তৈরি হবে। মুখ্যমন্ত্রী সেখানে নেমে সোজা মঞ্চে চলে আসবেন।  ৬ এপ্রিল সন্ধের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলেও আশাবাদী তিনি৷ 

The post ‘প্রচারের জন্য নিজের নামেই ছবি বানিয়েছেন’, মোদির বায়োপিক নিয়ে তীব্র কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement