সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৪। বুধবার দুপুরে শিবপুরী অঞ্চলের নুয়াকোটে ভেঙে পড়ে কপ্টারটি। রসুয়া থেকে কাঠমান্ডু যাওয়ার পথে একটি পাহাড়ে ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়ে সেটি। খবর পেয়েই দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেখা গিয়েছে, হেলিকপ্টারটি আকাশো ওড়ার ৩ মিনিটের মধ্যেই তার সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এর পরই জানা যায়, সেটি ভেঙে পড়েছে।
[আরও পড়ুন: ভয়ে ঘুম ছুটেছে ছিটমহলের, বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামে বিএসএফের নজরদারি]
গত ২৪ জুলাই নেপালে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বিমান। কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনায় ১৯ জনের মৃত্য়ু হয়। দুর্ঘটনার কারণ ঘিরে ধন্দ ছিল। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল শৌর্য এয়ারলাইন্সের বিমানটি। তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ১৯ জন ছিল বলে খবর। এদিন সকাল ১১টা নাগাদ টেক অফের সময়ই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।