shono
Advertisement
passport Index

শক্তি হারাচ্ছে ভারত! ক্ষমতাশালী পাসপোর্টের তালিকায় পতন, কত নম্বরে দেশ?

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
Published By: Anwesha AdhikaryPosted: 02:54 PM Jan 10, 2025Updated: 02:55 PM Jan 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পিছোল ভারত। গত বছরের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে গিয়েছে ভারতীয় পাসপোর্ট। সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী, ৮৫ নম্বরে রয়েছে ভারত। সবমিলিয়ে ৫৭টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা।

Advertisement

সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়।

নয়া তালিকায় দেখা যাচ্ছে, গতবারের মতো এবারও শীর্ষে সিঙ্গাপুরই। ২২৭ টি দেশের মধ্যে ১৯৫টিতেই বিনা ভিসায় যেতে পারেন সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে মোট ছটি দেশ-ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। এই দেশগুলির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯২টি দেশে। তবে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম পাঁচে নেই আমেরিকা। নবম স্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। প্রথম আরব দেশ হিসাবে এই তালিকার প্রথম দশে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরশাহি।

তবে গতবারের তুলনায় বড়সড় পতন হয়েছে ভারতীয় পাসপোর্টের। এই তালিকাতেই এবার ৮৫ নম্বরে ভারত। গত বার ভারত ছিল ৮০ নম্বরে। তার আগের বার ছিল ৮৭ নম্বরে। পাকিস্তান তালিকায় রয়েছে ১০৩ নম্বরে। তারও তিন ধাপ নিচে রয়েছে আফগানিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স।
  • নয়া তালিকায় দেখা যাচ্ছে, গতবারের মতো এবারও শীর্ষে সিঙ্গাপুরই। ২২৭ টি দেশের মধ্যে ১৯৫টিতেই বিনা ভিসায় যেতে পারেন সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা।
  • গতবারের তুলনায় বড়সড় পতন হয়েছে ভারতীয় পাসপোর্টের। এই তালিকাতেই এবার ৮৫ নম্বরে ভারত।
Advertisement