সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের শেষ চারের ছাড়পত্র পেয়ে গিয়েছে নিউজিল্যান্ড (New Zealand)। সেমিফাইনালে ভারতের সামনে কিউয়িরা। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের ঘরোয়া ক্রিকেটেই যে বিতর্ক।
নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটার হেনরি নিকোলসের (Henry Nicholls) বিরুদ্ধে অভিযোগ তিনি বল বিকৃত করেছেন। টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে, প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে হেলমেট দিয়ে বল ঘষেছেন নিকোলস। আম্পায়ারের রিপোর্টেও এই ঘটনার উল্লেখ রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ”ক্রিকেট আইনের ৩.১ নিয়মের ১.১৫ ধারা ভেঙেছেন নিকোলস।”
[আরও পড়ুন: অ্যাঞ্জেলো ম্যাথিউজ নাকি শাকিব? ‘টাইমড আউট’ মহাবিতর্কে কার পাশে দাঁড়ালেন অশ্বিন?]
নিকোলসের বিরুদ্ধে আনা অভিযোগ ইতিমধ্যেই টুর্নামেন্ট কমিশনারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানেই হবে ঘটনার পূর্ণ তদন্ত। নিকোলস অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি।
প্লাঙ্কেট শিল্ডের ম্যাচ ছিল ক্যান্টারেবরি প্রভিন্স এবং অকল্যান্ডের মধ্যে। ক্যান্টারবেরি প্রভিন্স দলের ক্রিকেটার নিকোলস। ওভারের মাঝে প্রান্ত বদল করার সময়ে উইকেট কিপারের পিছনে রাখা হেলমেট দিয়ে বল ঘষতে দেখা যায় তাঁকে। শুনানির পর নিকোলসের শাস্তি ঘোষণা করা হবে। তবে শুনানির দিনক্ষণ এখনও স্থির হয়নি।