সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই শ্যাম্পু করার আগের দিন রাতে চুলে তেল মেখে শুয়ে পড়েন। অনেকে মনে করেন এটি করলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল সুন্দর হয়। কিন্তু ইদানীং এই ধারণা বদলেছে। বিশেষজ্ঞরা বলছে, সারা রাত চুলে তেল দিলে নাকি চুল আরও ক্ষতিগ্রস্ত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, তেল নোংরা টেনে নেয়। চুল যদি তেলতেলে হয়ে যায় তাহলে চুলে সব সময় নোংরা লেগে থাকবে। এর ফলে চুল আরও ক্ষতিগ্রস্ত হয়।
তাহলে চুলে তেল দেবেন না? নাকি অন্য নিয়ম মানবেন!
১) শ্যাম্পু করার আগের দিন নয়। বরং শ্যাম্পু করার দিন সকালবেলা চুলে তেল দিন। একঘণ্টা রাখুন। তারপর চুলে শ্যাম্পু দিয়ে নিন। এতেই চুল ভাল থাকবে।
২) কখনও তেল গরম করে স্কাল্পে ম্যাসাজ করবেন না। এতে চুলের গোড়া নরম হয়। চুল পড়া বেড়ে যায়।
[আরও পড়ুন: ব্রা কিনতে গিয়ে বারবার থমকান? জেনে নিন কীভাবে বাছবেন সঠিক মাপের অন্তর্বাস]
৩) অনেকে মনে করেন তেলের সঙ্গে নানা জিনিস মিশিয়ে ফুটিয়ে চুলে মাখলে চুল ভাল হবে। অনেক সময়েই হিতে বিপরীত হয়। এতে অ্যালার্জির সমস্যা হয়।
৪) খুশকির সমস্যা যাঁদের রয়েছে, তাঁরা দিনের বেলায় চুলে তেল দিন। এতে সমস্যা কমবে। তবে অবশ্যই শ্যাম্পু করে নিন।
৫) চুলের জেল্লা একেবারে চলে গিয়েছে। চটজলদি জেল্লা ফেরাতে ভিটামিন ই ক্যাপসুলের জুড়ি মেলা ভার। স্নানের সময় ভাল করে চুল ধুয়ে নিন। বেশ কয়েকটা ভিটামিন ই ক্যাপসুল কেটে, ক্যাপসুলের ভিতরের তরল ভাল করে চুলে মেখে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন চুলে জেল্লা এসে যাবে।