অন্তর্বাসে উপচে পড়া যৌবন! আগুনে রূপ নিয়ে ক্যামেরার সামনে আহানা কুমরা
ঝুলন গোস্বামী সেজে ট্রোলড হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।
Tap to expand
শরীরে শুধুমাত্র অন্তর্বাস। এমন অবস্থাতেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন আহানা কুমরা। তাতেই ছ্যাঁকা লাগল নেটপাড়ায়।
Tap to expand
সাদা-কালোর আবহে তোলা আহানার এই ছবিগুলো। এতেই যেন অভিনেত্রীর রূপ ঠিকরে পড়েছে।
Tap to expand
লখনউয়ের মেয়ে আহানা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি টান তাঁর। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের পাশাপাশি মুম্বইয়ের থিয়েটার জগতেও সুনাম রয়েছে আহানার।
Tap to expand
গ্ল্যামার জগতে আহানার সফর শুরু বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে। ২০ এপিসোডের টেলিভিশন সিরিজ 'যুদ্ধ'-এ সিনিয়র বচ্চনের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
Tap to expand
আহানার প্রথম সিনেমা 'সোনা স্পা'। মকরন্দ দেশপাণ্ডের পরিচালনায় তৈরি এই ছবিতে নাসিরউদ্দিন শাহর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেত্রী।
Tap to expand
'লিপস্টিক আন্ডার মাই বুরখা', 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার', 'ইন্ডিয়া লকডাউন', 'সালাম ভেঙ্কি'র মতো সিনেমা হয়েছে আহানার ঝুলিতে।
Tap to expand
মাঝে ঝুলন গোস্বামীর সেজে ট্রোলড হয়েছিলেন আাহানা। অবশ্য সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, কোনও সিনেমার জন্য নয় শুধু ঝুলনকে ট্রিবিউট জানাতেই তাঁর এই সাজ ছিল।
Tap to expand
তর্ক-বিতর্ক এখন অতীত। এখন নিজের কাজে মন দিয়েছেন আহানা। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় নায়িকা। নিজের নানা মুহূর্ত এভাবেই অনুরাগীদের ভাগ করে নেন। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 07:36 PM Feb 10, 2024Updated: 07:41 PM Feb 10, 2024
ঝুলন গোস্বামী সেজে ট্রোলড হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।