অন্তর্বাসে উপচে পড়া যৌবন, নেশাতুর চোখে মোহময়ী অর্জুন রামপালের সুন্দরী প্রেমিকা
অর্জুনের দুই সন্তানের মা এই বিদেশিনী।
Tap to expand
দীর্ঘ দেহ, ছিপছিপে শরীর। বলিউড নায়িকাদের থেকে কোনও অংশে কম যান না অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
Tap to expand
দক্ষিণ আফ্রিকায় জন্ম গ্যাব্রিয়েলার। ভারতে আসেন মডেলিংয়ের টানে। 'ইশক ঝামেলা', 'উপিরি' নামের দুটি সিনেমায় কাজ করেছেন গ্যাব্রিয়ালা। তার পর মডেলিং ও বিজ্ঞাপনেই মন দিয়েছেন।
Tap to expand
শোনা যায়, মেহের জেসিয়ার সঙ্গে দুই দশকের দাম্পত্য ভাঙার পর নাকি গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের প্রেম শুরু হয়। এক বন্ধুর মাধ্যমে দুজনের পরিচয় হয়েছিল।
Tap to expand
২০১৮ সালে অর্জুন-মেহের আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। ২০১৯ সালে তাঁদের ডিভোর্স হয়। সেই বছরই অর্জুন জানান গ্যাব্রিয়েলা তাঁর সন্তানের মা হতে চলেছে।
Tap to expand
২০১৯ সালের জুলাই মাসে অর্জুন-গ্যাব্রিয়েলার প্রথম সন্তান আরিকের জন্ম হয়। ২০২৩ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন গ্যাব্রিয়েলা।
Tap to expand
দুই ছেলের জন্মের পরও এমন মেদহীন চেহারা বজায় রেখেছেন গ্যাব্রিয়েলা। তাঁর শরীরের মাধুর্যে মুগ্ধ নেটদুনিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 06:32 PM Apr 15, 2024Updated: 08:12 PM Apr 15, 2024
অর্জুনের দুই সন্তানের মা এই বিদেশিনী।