সঞ্চালককে অপমান সলমনের! মেয়ের সঙ্গে নাচ অভিষেকের, দেখুন আইফা অ্যাওয়ার্ডের নানা মুহূর্ত
এবার আবু ধাবিতে আয়োজিত হয়েছে আইফা।
Tap to expand
অ্যাওয়ার্ড শোয়ে বিতর্ক নতুন নয়। অস্কারের মঞ্চ ক্রিস রককে চড় মেরে বিতর্কে জড়িয়েছিলেন উইল স্মিথ। এবার আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে সঞ্চালক সিদ্ধার্থ অপমান করার অভিযোগ উঠল সলমন খানের বিরুদ্ধে।
Tap to expand
শোনা গিয়েছে, আইফার সাংবাদিক বৈঠকে সলমনের পরিচয় করিয়ে দিচ্ছিলেন সঞ্চালক সিদ্ধার্থ। তাঁকে কথার মাঝে থামিয়ে সলমন বলে ওঠেন, 'এ তো আমাকে বোর করে দিল। কীভাবে করেন এগুলো?'
Tap to expand
সিদ্ধার্থ প্রসঙ্গ পালটানোর চেষ্টা করলেও আবার সলমন বলেন, "আইফাওয়ালারা প্রতি বছর কাদের যে ধরে ধরে নিয়ে আসে কে জানে!" সলমনের এই মন্তব্যের খবর ছড়িয়ে পড়তেই অনেকে তাঁকে অহংকারী আখ্যা দিচ্ছেন।
Tap to expand
উল্লেখ্য, এবার আবু ধাবিতে আয়োজিত হয়েছে আইফা (IIFA)। অনুষ্ঠানে সেরা ছবি হয়েছে 'শেরশাহ'। এই ছবির জন্যই সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন বিষ্ণু বর্ধন।
Tap to expand
এবার 'সর্দার উধম' সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। 'মিমি' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন কৃতী স্যানন।
Tap to expand
আইফার মঞ্চে এবার পারফর্ম করেন অভিষেক বচ্চন। দর্শক আসনে বসেই তাঁকে সঙ্গ দেন ঐশ্বর্য এবং আরাধ্যা।
Tap to expand
একটি ছবিতে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের প্রাক্তন প্রেমিক সলমন খানের সঙ্গে বসে থাকতেও দেখা যায় অভিষেককে।
Published By: Suparna MajumderPosted: 08:07 PM Jun 05, 2022Updated: 08:14 PM Jun 05, 2022
এবার আবু ধাবিতে আয়োজিত হয়েছে আইফা।